আসছে নিউরাল ইঞ্জিনযুক্ত আইফোন

এলসিডি ডিসপ্লে, উন্নত পারফরম্যান্স এবং উন্নত যোগাযোগ প্রযুক্তির নতুন আইফোন আনার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী বছরের প্রথমার্ধে ব্যবহারকারীদের জন্য নতুন আইফোন এসই ৩ বাজারে আসতে পারে।

নতুন সিরিজের আইফোনে অ্যাপলের তৃতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিনযুক্ত এ-১৩ বায়োনিক চিপসেট ব্যবহার করা হতে পারে। আইফোন এসই ৩-এর হোম বাটনে টাচ-আইডি সেন্সর থাকতে পারে। প্রসেসরটি ফাইভ ন্যানোমিটার প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। পাশাপাশি এতে উন্নত ফাইভজি নেটওয়ার্কিং সিস্টেম, উপরে ও নিচে বেজেলসহ ৪ দশমিক ৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির বাহ্যিক কাঠামো হবে অ্যালুমিনিয়ামের। ফোনটির সামনে ও পেছনে থাকবে দুটি ক্যামেরা।

iPhone এক্সআর ডিজাইনের ওপর ভিত্তি করে নতুন সিরিজটি তৈরি করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের ডিসেম্বরে ফোনটির উৎপাদন শুরু হতে পারে বলে জানা গেছে।

The post আসছে নিউরাল ইঞ্জিনযুক্ত আইফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments