Vpn এর কারণে বাংলাদেশ সার্ভারে account খুলতে পারছেন না?? দেখে নিন Free Fire এ বাংলাদেশ Server এ নতুন আইডি কিভাবে খুলবেন।

ভিপিএন এ কানেক্ট করার কারণে বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার একাউন্ট খুলা যাচ্ছে না?

বাংলাদেশে ফ্রি ফায়ার গেইম ব্যান হবার পরে যারা গেইম খেলি সবাই খেলি ভিপিএন দিয়ে। এখন দেখা যায় ভিপিএন এ তো অন্য দেশ এ কানেক্ট করে গেইম খেলতে হয়। এখন আমরা যখন নতুন একাউন্ট খুলতে যাই তখন যেই দেশে ভিপিএন কানেক্ট করা থাকে সেই দেশের সার্ভারেই একাউন্ট খুলা হইয়া যায়। আর ভিপিএন অফ করে তো গেইমেই ঢুকা যায় না।
তো আসুন দেখি কিভাবে আমরা বাংলাদেশ সার্ভারে ঢুকবো।

প্রথমে আমাদের একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। প্লে স্টোরেই পেয়ে যাবেন Fire Vpn লিখে সার্চ দিয়ে ডাউনলোড দিন


ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন।


এখন আমাদের এখান থেকে singapur সার্ভার সিলেক্ট করতে হবে। তাই সিঙ্গাপুর সিলেক্ট করুন


Game ওপেন করুন। খেয়াল রাখবেন ভিপিএন কানেক্ট আছে কিনা।
ওপেন করে নতুন জিমেইল এ লগিন করুন


এর পর নিচের মত করতে থাকুন


এখন আপনাকে বলা হবে আপনি কোন সার্ভারে একাউন্ট খুলতে চান। এখান থেকে একটি সিলেক্ট করুন। আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন।


এইবার সেটিং এ দেখুন বাংলাদেশ সার্ভারে একাউন্ট হয়েছে।


আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।




Source link

The post Vpn এর কারণে বাংলাদেশ সার্ভারে account খুলতে পারছেন না?? দেখে নিন Free Fire এ বাংলাদেশ Server এ নতুন আইডি কিভাবে খুলবেন। appeared first on shiblutricksbd.

Post a Comment

0 Comments