ইসরায়েলি সাইবার সিকিউরিটি স্টার্টআপ ‘সিয়েম্প্লিফাই’ ৫০ কোটি ডলারে কিনেছে গুগলের ক্লাউড বিভাগ। গ্রাহকদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা গুছিয়ে দেওয়া, অটোমেশন এবং সাইবার অপরাধের ভুক্তভোগী হলে তাতে দ্রুত সাড়া দেওয়ার মতো সেবা দেয় সিয়েম্প্লিফাই।
গুগল ক্লাউডের সঙ্গে জোট বাঁধায় সিয়েম্প্লিফাই নিয়ে ক্রেতাদের আগ্রহ বেড়েছিল। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করছিল। কিন্তু শেষ পর্যন্ত গুগল এর মালিকানা কিনে নিল।
গুগল বলছে, নিজস্ব ক্লাউড সেবার সঙ্গে সিয়েম্প্লিফাই প্ল্যাটফর্ম সমন্বয় করবে তারা। প্রতিষ্ঠানটি যে সক্ষমতা অর্জনের জন্য বিনিয়োগ করছে, তার মূল ভিত্তি হিসেবে কাজ করবে ইসরায়েলি প্রতিষ্ঠানটির প্রযুক্তিসেবা।
Related
Source link
The post ৫০ কোটি ডলারে ইসরায়েলি স্টার্টআপ কিনল গুগল ShibluTricksbd appeared first on shiblutricksbd.



0 Comments