ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে নিকটতম প্রতিদ্বন্দ্বী অপো’র উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেলো স্যামসাং -এর মুখে! আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি টুইটার ব্যবহারকারীরা এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন যেখানে স্যামসাং মোবাইল ইউএস অ্যাকাউন্ট থেকে কিছুদিন আগে প্রকাশ্যে আসা অপো ফাইন্ড এন ফোল্ডেবল স্মার্টফোনটির স্তুতি শোনা গিয়েছে।
প্রাথমিকভাবে নিতান্ত ভুলবশত এমনটা ঘটে গিয়েছে মনে করা হলেও, এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত স্যামসাং মোবাইল ইউএস তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মন্তব্যটি ডিলিট করেনি। আর এ নিয়েই এবার সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।
আসলে অপো এবং ওয়ানপ্লাস সংস্থাদ্বয়ের গ্লোবাল কমিউনিকেশনসের সাথে জড়িত র্যান ফেনউইকের করা একটি ভিডিও টুইটকে কেন্দ্র করেই সমস্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। র্যান তার সেই টুইট পোস্ট করেন লন্ডন ভিত্তিক নাথিং টেকনোলজি লি. কোম্পানির প্রতিষ্ঠাতা কার্ল পেইয়েরএকটি টুইটের প্রত্যুত্তরে।
উল্লেখ্য, র্যানের ভিডিও টুইটে অপো ফাইন্ড এন ডিভাইসের দেখা মিলেছে, যাকে কেন্দ্র করে তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে বাজারে উপলব্ধ সব অ্যান্ড্রয়েড ফোন মোটেও সমগোত্রীয় বা একঘেয়ে নয়। মজার ব্যাপার হলো তার ঠিক এহেন ভিডিও টুইটের নিচেই স্যামসাং মোবাইল ইউএস অ্যাকাউন্ট থেকে ওপ্পোর আলোচ্য ফোল্ডেবল ডিভাইস সম্পর্কে উচ্ছ্বসিত মন্তব্য লেখা হয়েছে যার কারণ এখনো স্পষ্ট নয়।
The post অপো স্মার্টফোনের প্রশংসায় পঞ্চমুখ স্যামসাং appeared first on Techzoom.TV.
0 Comments