আন্তর্জাতিক বাজারে শাওমির একাধিক পণ্য

আন্তর্জাতিক বাজারে শাওমির একাধিক পণ্য। কয়েকদিন আগেই শাওমির ১২ সিরিজ লঞ্চ করেছে। এই স্মার্টফোনের সঙ্গে এসেছে একটি ইয়ারবাড ও একটি স্মার্টওয়াচ। শাওমি ওয়াচ এস ১, শাওমি ওয়াচ এস ১ অ্যাক্টিভ ও শাওমি বাডস ৩টি প্রো। দীর্ঘ ব্যাটারি লাইফে এসেছে পণ্য তিনটি।

শাওমি বাডস ৩টি প্রো ইয়ারফোনটি একই সঙ্গে সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপগ্রেডেশনের সঙ্গে এসেছে। এতে রয়েছে সিলেকশন ডিলসি কোটিংয়ের সঙ্গে ৩ এমএম ডুয়াল ম্যাগনেট ডাইনামিক ড্রাইভার। এটি এলএইচডিসি ৪.০ অডিও কোডেক সাপোর্ট করবে।

এতে ৪০ ডেসিবেল হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের উপলব্ধ। এই ফিচারটিতে তিনটি মোড বর্তমান। এর মধ্যে অ্যাডাপটিভ মোড চারপাশের অবাঞ্ছিত আওয়াজকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আবার ব্যবহারকারী চাইলে এর ট্রান্সফারেন্সি মোড অন করলে আশেপাশের আওয়াজও শুনতে পাবেন।

ইয়ারবাডটি কম্ফোর্টেবল ও সিকিউর ডিজাইনের সঙ্গে এসেছে। এছাড়া এটি ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট করবে। অর্থাৎ একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে ইয়ারফোনটি সামঞ্জস্যপূর্ণ।

সংস্থার দাবি একক চার্জে ইয়ারফোনটি ৬ ঘণ্টা পর্যন্ত অফার করতে সক্ষম। তবে এর চার্জিং কেস সমেত এটি ২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে।

 

The post আন্তর্জাতিক বাজারে শাওমির একাধিক পণ্য appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments