স্টাইলিশ ডিজাইনে শাওমি ওয়াচ এস ১ স্মার্টওয়াচ

শাওমি ওয়াচ এস ১ স্মার্টওয়াচটি এলিগ্যান্ট এবং স্টাইলিশ ডিজাইনের সঙ্গে এসেছে। এতে দেওয়া হয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। এর চারপাশে রয়েছে স্টেইনলেস স্টিলের ফ্রেম। এছাড়া ডিসপ্লের ওপর দেওয়া হয়েছে স্যাফায়ার গ্লাসের আচ্ছাদন।

সূর্যের আলোয় এই অ্যামোলেড ডিসপ্লে ক্লিস্টর ক্লিয়ার ভিউ দেবে। ফলে ব্যবহারকারী সহজেই তার ফোনে আসা মেসেজ, ইনকামিং কল, নোটিফিকেশন ঘড়িটিতে দেখতে পাবেন। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো লেদারের রিষ্টব্যান্ড অথবা বিভিন্ন কালার অপশনে আসা ফ্লুরো রাবারের স্ট্র্যাপ বেছে নিতে পারবেন ঘড়িটির সঙ্গে।

স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ৪৭০এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এর সঙ্গে দেওয়া হয়েছে ম্যাগনেটিক চার্জার।

১১৭টি স্পোর্টস মোড, স্লিপ ট্র্যাকার, হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর থাকছে স্মার্টওয়াচটিতে। এছাড়া এতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। সঙ্গে থাকবে ডুয়াল ফ্রিকুয়েন্সি, জিএনএসএস পজিশন এবং অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে পানি থেকে সুরক্ষা দিতে থাকছে এটি ৫ এটিএম রেটিং।

The post স্টাইলিশ ডিজাইনে শাওমি ওয়াচ এস ১ স্মার্টওয়াচ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments