চট্টগ্রামে অথেকটিকা ব্র্যান্ডশপের উদ্বোধন

অথেনটিক মোবাইল এক্সোসরিজ বিক্রয়ে বাজারে ব্যাপক সাফল্য দেখাচ্ছে ফোরফ্রন্ট ইলেকট্রনিক্স লিমিটেডের অথেনটিকা ব্র্যান্ড। রিটেইল মার্কেটে ব্যাপক সাফল্যের পর এবার ব্র্যান্ডশপ নিয়ে যাত্রা শুরু করলো অথেনটিকা।

বুধবার (১৬ মার্চ ২০২২) বন্দর নগরী চট্টগ্রামের সানমার ওশান সিটিতে আনুষ্ঠানিকভাবে অথেকটিকা ব্র্যান্ডশপের উদ্বোধন করেন ফোরফ্রন্ট ইলেকট্রনিক্স লিমিটেড-এর ফাউন্ডার এবং এম.ডি এস.এম আলম শোভন।

সে সময় আরও উপস্থিত ছিলেন ফোরফ্রন্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ডিরেক্টর (সেলস্) মাহমুদুল হাসান হেলাল, সানমার ওশান সিটি মার্কেটের সভাপতি আসাদ ইফতেখার, সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ হাসান, অথেকটিকা ব্র্যান্ডশপের স্বত্বাধিকারী আব্দুর রহমান ডালিম প্রমুখ।

ফোরফ্রন্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ডিরেক্টর (সেলস্) মাহমুদুল হাসান হেলাল বলেন, যাত্রার শুরু থেকেই মোবাইল এক্সেসরিজ বাজারে অথেনটিক প্রোডাক্টের সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে আসছে অথেনটিকা। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম থেকেই অথেকটিকা ব্র্যান্ডশপের উদ্বোধন করা হলো। খুব শিগগিরই ঢাকাসহ সারা দেশে আমাদের আরও কয়েকটি ব্র্যান্ডশপ চালু হবে। ইতোমধ্যে প্রায় সবগুলো জেলা ও থানা পর্যায়ে ফোরফ্রন্ট ইলেকট্রনিক্সের ডিস্ট্রিবিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তারা আমাদের সাথে বিজনেস পার্টনার হিসেবে কাজ করছেন। এছাড়াও দেশর প্রায় সকল রিটেইল মার্কেটে আমরা আমাদের অথেনটিক প্রোডাক্ট পৌঁছাতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, বাজারে মধ্যম সারি বা মিডরেঞ্জ ধরার লক্ষ্যে আমরা ইতোমধ্যে এনোভা নামে একটি ব্যান্ড ওপেন করেছি। এটি দেশের বাজার ভালো একটা অবস্থান দখলে সচেষ্ট ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

 

The post চট্টগ্রামে অথেকটিকা ব্র্যান্ডশপের উদ্বোধন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments