বাংলাদেশের টেলিকমিউনিকেশনের জগতে আজ একটি নতুন ইতিহাস তৈরি হলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক ১৭ মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ দিচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।
তিনি বলেন, আমার জন্য ও বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এক ঐতিহাসিক ও অসাধারণ মাইলফলক। ১৭ মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ ব্যবহার করতে পাবরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের গ্রহকরা ।
ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবেন না গ্রাহকরা। মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ রিনিউ করলে অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা। অর্থাৎ, একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবেন না গ্রাহকরা। এর আগ পর্যন্ত ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলেই অব্যবহৃত ডেটা আর ব্যবহারের উপায় ছিল না। এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি নতুন নির্দেশিকা জারি করেছে।
The post মেয়াদহীন ডাটা প্যাকেজ দিচ্ছে টেলিটক appeared first on Techzoom.TV.
0 Comments