জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার পোস্টসহ আপত্তিকর ছবি অপসারণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে ফেসবুক।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ বুধবার সচিবালয়ে ফেসবুকের উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতকালে এই আশ্বাস ব্যক্ত করে।
ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সিমন মিলনার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
মোস্তাফা জব্বার ফেসবুকের প্রতিনিধিদলকে জানান- দেশে জঙ্গি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও সামাজিক অস্থিরতা সৃষ্টিতে এবং গুজব ছড়াতে ফেসবুক ব্যবহার করা হচ্ছে। তিনি এই বিষয়ে বাংলাদেশে বিশেষ দৃষ্টি দিতে ফেসবুকের প্রতি অনুরোধ করেন।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপত্তিকর ছবি-পোস্ট অপসারণ এবং ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করার কথা বলেন। পাশাপাশি বাংলাদেশে ফেসবুকের কার্যালয় স্থাপনেরও পরামর্শ দেন। এর বাইরে আলোচনায় ওটিপি গাইড লাইন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ এবং ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি অ্যাফেয়ার্স কর্মকর্তা সাবনাম রশীদ দিয়া।
The post মন্ত্রীর সঙ্গে ফেসবুকের সাক্ষাৎ, আপত্তিকর পোস্ট সরানোর আশ্বাস appeared first on Techzoom.TV.

0 Comments