ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই

চীনের শীর্ষ টেলিকম কোম্পানি হুয়াওয়ে এবং জিটিই চলতি বছর ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহের অনুমোদন পেয়েছে। বিষয়টিকে চীন ও ভিয়েতনামের মধ্যে প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিতবাহী হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে পশ্চিমা মহলে এক ধরনের উদ্বেগও তৈরি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে।

কয়েক বছর ধরে সংবেদনশীল ক্ষেত্রে চীনা প্রযুক্তি ব্যবহার নিয়ে বেশ সতর্ক অবস্থানে ছিল ভিয়েতনাম। তবে সাম্প্রতিক সময়ে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে কাজ শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। কারণ ভিয়েতনাম ও চীনের সম্পর্ক আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে।

অন্যদিকে ভিয়েতনামের পণ্যের ওপর শুল্ক বাড়ানোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক কিছুটা তিক্ত হয়েছে।

ফাইভজি নেটওয়ার্কের মূল অবকাঠামো তৈরির জন্য সুইডেনের এরিকসন ও ফিনল্যান্ডের নকিয়াকে বেছে নিয়েছে ভিয়েতনাম সরকার। মার্কিন চিপ নির্মাতা কোয়ালকম সেখানে নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহ করছে।

একই সময়ে চীনা কোম্পানিগুলো ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরের সঙ্গে কিছু ছোট প্রকল্প বা সরঞ্জাম সরবরাহের কাজ করছে। তবে এসব প্রকল্প সম্পর্কে এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

এপ্রিলে হুয়াওয়ে এবং অন্য কয়েকটি কোম্পানি একসঙ্গে ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহের জন্য ২৩ মিলিয়ন ডলারের চুক্তি সই করে। যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্যের ওপর শুল্ক আরোপের পরপরই এ ঘোষণা সামনে আসে।

ভিয়েতনামের ফাইভজি প্রকল্পে দুটি কাজ শুরু করেছে জিটিই। এর মধ্যে একটি হলো নেটওয়ার্কের জন্য অ্যান্টেনা সরবরাহ করা।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বলে আসছে যে উন্নত প্রযুক্তি সমর্থনের শর্ত হিসেবে চীনা ঠিকাদারদের ভিয়েতনামের ডিজিটাল অবকাঠামো, বিশেষ করে সমুদ্রের তলদেশে ফাইবার অপটিক থেকে দূরে রাখা উচিত। জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিবেচিত হওয়ায় মার্কিন টেলিকম নেটওয়ার্কগুলোয় হুয়াওয়ে ও জিটিই নিষিদ্ধ। সুইডেন ও অন্যান্য কিছু ইউরোপীয় দেশেও একই রকম বিধিনিষেধ রয়েছে।

এ বিষয়ে হুয়াওয়ে, জিটিই, নকিয়া, ভিয়েতনামে অবস্থিত মার্কিন দূতাবাস, চীনের দূতাবাস, সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভিয়েতনামের প্রযুক্তি মন্ত্রণালয় কেউই মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, জোটবিহীন দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এটি অ্যাপল, স্যামসাং, নাইকির মতো বহুজাতিক কোম্পানির জন্য একটি বৃহৎ উৎপাদন ও শিল্প কেন্দ্র হয়ে উঠেছে।

 

The post ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments