বিভিন্ন ডেটা সেন্টারে শক্তির ব্যবহার কমাতে নতুন পরিকল্পনা করছে চিপ নির্মাতা এনভিডিয়া। ‘কম্পিউটেক্স ২০২২’ আয়োজনে নিজেদের ‘এ১০০’ গ্রাফিক্স কার্ডের ‘লিকুইড-কুল’ সংস্করণ আনার ঘোষণা দিয়েছে এই নির্মাতা।
এনভিডিয়া জানিয়েছে, ‘এয়ার-কুল’ সংস্করণের তুলনায় ৩০ শতাংশ কম শক্তি খরচ হবে নতুন সংস্করণে। এটি কেবল পরীক্ষামূলক সংস্করণ নয়, বরং সামনে আরও বেশি লিকুইড-কুল সার্ভার কার্ড আনার পরিকল্পনা রয়েছে তাদের।
অনেক সময় গাড়ির ভেতরের অংশ ঠাণ্ডা রাখতে হয় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে ‘ইন-কার সিস্টেম’-এর মতো অন্যান্য অ্যাপ্লিকেশনেও এই প্রযুক্তি আনার ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও সম্প্রতি চিপ গরম হয়ে যাওয়ার কারণে টেসলার গাড়ি ডেকে পাঠানোর খবরেই অনুমান করা সম্ভব লিকুইড কুলিং ব্যবস্থা থাকার পরও চিপের তাপ সামলানো কতোটা কঠিন।
এনভিডিয়া বলছে, ডেটা সেন্টারে শক্তির খরচ কমানো অত্যন্ত প্রয়োজনীয়, কারণ, এটি জটিল গণনার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে।
গ্রাফিক্স চিপের এই শীর্ষ নির্মাতা আরও বলছে, ডেটা সেন্টারের পেছনে যেখানে বৈশ্বিক বিদ্যুতের এক শতাংশের বেশি খরচ হতো, এই কুলিং ব্যবস্থার কারণেই তা ৪০ শতাংশ কমানো সম্ভব হয়েছে। এই ব্যয়কে প্রায় এক তৃতীয়াংশে নামিয়ে আনতে পারলে, সেটি বিশাল এক অর্জন হবে।
গ্রাফিক্স কার্ড এই সমীকরণের কেবল একটি অংশ। সিপিইউ স্টোরেজ এবং অন্যান্য নেটওয়ার্কিং সরঞ্জামেও অনেক শক্তি খরচ হয়, এগুলোকে শীতল রাখা গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
The post শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া appeared first on Techzoom.TV.
0 Comments