ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা

ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইক্যাব) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করা দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা করা হয়েছে। আজ ২৫ মে, ২০২২ শতাধিক ই-কমার্স ব্যবসায়ীর প্রাঞ্জল উপস্থিতিতে, রাজধানীর বনানী ক্লাবের বল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ৯ সদস্যের প্যানেল ঘোষনা করা হয়।

প্যানেল সদস্যরা হচ্ছেন শাফকাত হায়দার (সিপ্রোকো কম্পিউটার), ওয়াসিম আলিম (বাংলামেডস), মোঃ তাসদীখ হাবীব (ক্লিনফোর্স), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), মোজাম্মেল হক মৃধা (কিনলে), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), ইলমুল হক সজিব (সেবা ডট এক্সওয়াইজেড) এবং নুসরাত আক্তার লোপা (হুর নুসরাত)।

দ্য চেঞ্জ মেকার্স টিমের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ই-কমার্স খাত আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক পরিণত। তবে ই-কমার্স খাতে উদ্যোক্তাবান্ধব নেতৃত্ব, স্বচ্ছতা এবং বিশ^াসের প্রয়োজন। বাংলাদেশের ই-কমার্স খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরির পাশপাশি ইক্যাবকে সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের কাছে শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করতে কাজ করতে চান তারা।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ৩০ মে চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। ৭ বছর পর এবারই প্রথম ইক্যাবে নির্বাচন হচ্ছে, এতে ভোটার সংখ্যা ৭৯৫ জন।

The post ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments