চলতি বছরের মে মাসে চীনের বাজারে উন্মোচনের পর এবার বিশ্ববাজারে অ্যাক্সন ৪০ প্রো স্মার্টফোনটি নিয়ে এসেছে জিটিই। স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ১২ জিবি র্যামসহ একাধিক ফিচার রয়েছে।
জিটিই অ্যাক্সন ৪০ প্রো স্মার্টফোনটিতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজল্যুশন ২৪০০X১৮০০ পিক্সেল, স্ক্রিন টু বডি রেশিও ৯০ দশমিক ৪ শতাংশ, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা ১০০০ নিটস পিক। এতে ১ বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। পিক্সেল ডেনসিটি ৩৯৫ পিপিআই।
সেলফোনটিতে ডুয়াল ন্যানো সিমকার্ড ব্যবহার করা যাবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইওএস ১২ দেয়া হয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিকস প্রসেসিং ইউনিট হিসেবে অ্যাড্রেনো ৬৫০ দেয়া হয়েছে। ডিভাইসটির ওজন ১৯৯ গ্রাম। ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড ব্যবহারের কোনো সুবিধা নেই।
নতুন স্মার্টফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। প্রাইমারি হিসেবে ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। ডিভাইসের ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ডিং করা যাবে এবং এতে ইলেকট্রিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি রয়েছে। ভিডিও ও সেলফির জন্য ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরাও রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে নতুন অ্যাক্সন ৪০ প্রো স্মার্টফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ওয়াই-ফাই ডিরেক্ট, হটস্পট, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস, গ্যালিলেও, বিডিএস, এনএফসি, রেডিও, ইউএসবি টাইপ সি ৩.১ ও ইউএসবি অন দ্য গো রয়েছে।
স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এক্সিলারোমিটার, জায়রো, প্রক্সিমিটি, কম্পাসসহ একাধিক সেন্সর রয়েছে। স্মার্টফোনে শক্তি জোগানোর জন্য একে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৬৫ ওয়াটের কুইক চার্জিং ফোর প্লাস রয়েছে।
The post বিশ্বে জিটিইর নতুন স্মার্টফোন অ্যাক্সন ৪০ প্রো উন্মোচন appeared first on Techzoom.TV.

0 Comments