বিশ্বের প্রথম ওআইএসযুক্ত ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আনছে ইনফিনিক্স

বিশ্বে প্রথমবারের মতো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস) সাপোর্টসহ ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আসছে। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স তাদের জিরো সিরিজের নতুন ফোনে এ ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে। চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে এ ফোন।

জিএসএম এরিনা জানিয়েছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনসহ ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত নতুন জিরো সিরিজের ফোনের ওপর কাজ করছে ইনফিনিক্স। ফোনটিতে ওআইএস সাপোর্টসহ সর্বোচ্চ রেজুলেশনের সেলফি ক্যামেরা থাকবে।

সেলফি ক্যামেরা বাদে ফোনের অন্য কোনো তথ্য জানাতে পারেনি জিএসএম এরিনা। তবে ফোনটির ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, এতে কার্ভড এজ ওলেড ডিসপ্লে রয়েছে।

এর আগে ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ মোটোরোলা এজ ৩০ আল্ট্রা, এজ ৩০ প্রো এবং হুয়াওয়ে নোভা ১০ বাজারে এসেছে। তবে, এই ফোনগুলোর সেলফি ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত ছিল না। সদ্য উন্মোচিত হওয়া অ্যাপলের আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের সেলফি ক্যামেরায় ওআইএস সাপোর্ট রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইনফিনিক্সের নতুন ডিভাইসটি জিরো আল্ট্রার মতো দেখতে হলেও, ফিচারের দিক থেকে ভিন্ন হবে। জিরো আল্ট্রায় থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আগামী ৫ অক্টোবর বিশ্ববাজারে আসবে জিরো আল্ট্রা।

 

The post বিশ্বের প্রথম ওআইএসযুক্ত ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আনছে ইনফিনিক্স appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments