ভারতে পিক্সেল ফোন উৎপাদন করবে গুগল

আইফোন উৎপাদন শুরুর পর এবার ভারতে গুগলের পিক্সেল ফোনও উৎপাদন শুরু হচ্ছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চাপা উত্তেজনা এবং চীনের নাজুক কভিড পরিস্থিতির ফলে অ্যাপলের পর গুগলও তাদের পিক্সেল ফোন ভারতে উৎপাদন করার কথা ভাবছে। গুগলের পিক্সেল ফোন নির্মাতা অ্যালফাবেট এ ব্যাপারে তাত্ক্ষণিক কোনো মন্তব্য না করলেও রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতাদের কাছ থেকে বার্ষিক ৫-১০ লাখ পিক্সেল ফোন তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে, যা ডিভাইসটির আনুমানিক বার্ষিক উৎপাদনের ১০-২০ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই চলতি বছরের শুরুতে ভারতে ফোন উৎপাদনের একটি পরিকল্পনার কথা জানালেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ভারতে গুগলের পিক্সেল ফোন উৎপাদন শুরু হলেও চীন থেকেই কাঁচামাল আমদানি করতে হবে।

অন্যদিকে বার্তা সংস্থা নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেট ইনকরপোরেশন ভিয়েতনামকেও উৎপাদনের আরেকটি কেন্দ্র হিসেবে বিবেচনায় রেখেছে।

এদিকে একই কারণে স্মার্টফোন খাতে গুগলের মূল প্রতিদ্বন্দ্বী অ্যাপল ভারতে এরই মধ্যে চুক্তিভিত্তিক উৎপাদনকারী সংস্থা ফক্সকন ও উইস্ট্রনের মাধ্যমে আইফোন ১৩ পর্যন্ত অন্তত চারটি মডেলের উৎপাদন চালাচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সবকিছু ঠিক থাকলে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান উইস্ট্রন করপোরেশনের সঙ্গে হাত মিলিয়ে ৭ সেপ্টেম্বর বাজারে আসা আইফোন ১৪ উৎপাদন করবে ভারতের টাটা গ্রুপ।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে চীনে ফের মাথাচাড়া দিয়েছে কভিড সংক্রমণ। এ আবহে বেইজিংয়ের তরফে বিশ্বের অন্যতম প্রযুক্তিপণ্য উৎপাদন কেন্দ্র সাংহাইসহ অন্যান্য শহরেও কঠোরভাবে জিরো কভিড নীতি কার্যকর করায় প্রযুক্তিপণ্যের বৈশ্বিক সরবরাহ থমকে যায়। অতিসম্প্রতি এশীয় দেশটির সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে কিছু উন্নত প্রযুক্তিপণ্যের আমদানি নিষিদ্ধ করে।

অ্যালফাবেট আগামী ৬ অক্টোবর আমেরিকায় নতুন মডেলের পিক্সেল ফোন এবং তাদের প্রথম স্মার্টওয়াচ বাজারে আনবে বলেও জানিয়েছে রয়টার্স।

গত মাসের শেষের দিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে আইফোন ১৪ নির্মাণের যন্ত্রাংশ পাঠানো শুরু করেছে অ্যাপল। আইফোন ১৪ তৈরির যন্ত্রাংশ চেন্নাই কারখানায় পাঠানো এবং সেখানে অ্যাসেম্বল করার প্রক্রিয়া শুরু করেছে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন। ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনের বিকল্প ম্যানুফ্যাকচারিং হাব খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গুগল, অ্যাপল ও স্যামসাংয়ের মতো কোম্পানির।

বিষয়সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গিয়েছে, ভারতে আইফোন ১৪ উৎপাদন বাড়ানোর জন্য সরবরাহকারীদের সঙ্গে কাজ শুরু হয়েছে। ভারতে অক্টোবর বা নভেম্বরের শেষ নাগাদ প্রথম আইফোন ১৪ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে রয়টার্সের অনুরোধ সত্ত্বেও তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেনি মাকিন এ প্রযুক্তিপ্রতিষ্ঠান।

গত সপ্তাহে নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিপ্রতিষ্ঠানটির সরবরাহকারীরা ভিয়েতনামে প্রথমবারের মতো অ্যাপল ওয়াচ ও ম্যাকবুক উৎপাদনের পরিকল্পনা করছে।

The post ভারতে পিক্সেল ফোন উৎপাদন করবে গুগল appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments