আর্থিক অনিশ্চয়তা এবং টানা চতুর্থ প্রান্তিকে অবিক্রীত ইনভেন্টরি শিপমেন্ট রেকর্ড হওয়ায় বিশ্বব্যাপী পিসি বিক্রি কমেছে। এছাড়া বিশ্বব্যাপী ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের শিপমেন্টেও পতন হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
২০২১ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে কম্পিউটারের বাজারজাত ১৯ দশমিক ৫ শতাংশ কমেছে। গবেষণাপ্রতিষ্ঠান গার্টনার সূত্রে এ তথ্য জানা গিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বজুড়ে বাজার বিশ্লেষণের দুই দশকের বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি কম্পিউটার বিক্রি কমেছে। এর আগে ক্যানালিসের গবেষণায় এ বাজারের পতন দুই অংকে দাঁড়িয়েছিল। গার্টনারের প্রতিবেদনও ক্যানালিসের ওই সংকলিত ডাটাকে প্রতিফলিত করেছে।
বিশ্বব্যাপী কম্পিউটার নির্মাতাদের মধ্যে শীর্ষে রয়েছে লেনোভো গ্রুপ লিমিটেড। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির বাজারজাত বা বিক্রি প্রায় ১৫ শতাংশ কমেছে। কম্পিউটার বিক্রিতে পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের একটি এইচপি ইনকরপোরেশন। বছরের একই সময়ে এ প্রতিষ্ঠানের কম্পিউটার বিক্রি ২৮ শতাংশ কমেছে, যা সবচেয়ে বড় পতন বলেও জানিয়েছে এইচপি।
বিশ্বব্যাপী প্রযুক্তি শিল্পের উত্থানের দৃশ্যের সঙ্গে হতাশাজনকভাবে কম্পিউটার বিক্রি কমে যাওয়ার দৃশ্যটির মিল রয়েছে। চিপ নির্মাণে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি শীর্ষস্থানে রয়েছে। তবু সম্প্রতি কোম্পানিটির চিপ বিক্রিতে সবচেয়ে বড় পতন হয়েছে। বিশ্বব্যাপী বাজারে বিধিনিষেধ প্রসারিত হওয়ায় এ পতন হয়েছে।
চীন যাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে সেজন্য সম্প্রতি আরেক দফা কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেন প্রশাসন। বেইজিংয়ের প্রযুক্তিগত উন্নয়ন ও সামরিক বাহিনীতে উন্নত প্রযুক্তি ও চিপ ব্যবহার ঠেকাতে সম্প্রতি বেশকিছু নীতিমালা ঘোষণা করেছে ওয়াশিংটন।
চীনা মালিকানাধীন কারখানাগুলোতে উন্নত লজিক চিপের চালান বন্ধে চলতি বছরের শুরুতে কয়েকটি মার্কিন কোম্পানির কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কেএলএ করপোরেশন, লাম রিসার্চ করপোরেশন ও অ্যাপ্লায়েড ম্যাটারিয়ালস ইনকরপোরেশন। বেইজিংয়ের সামরিক বাহিনীর কাজে আসতে পারে বা সেমিকন্ডাক্টর কোম্পানির হাতে প্রযুক্তি বেহাতের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রফতানি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত বিধিনিষেধে সুপারকম্পিউটারে ব্যবহূত চিপ রফতানিও বাধাগ্রস্ত হবে। এর আগে ড্রোন নির্মাতা ডিজেআই ও নজরদারি প্রতিষ্ঠান ঝেজিয়াং ডাহুয়া টেকনোলজিসহ চীনের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ১৩টির মতো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল পেন্টাগন।
পিসি বিক্রেতা ও প্রধান চিপ সরবরাহকারী হিসেবে পরিচিতি রয়েছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস ইনকরপোরেশনের (এএমডি)। চলতি বছর কম্পিউটার বাজার মন্দার মধ্য দিয়ে যেতে পারে বলে আগেই সতর্ক করেছিল প্রতিষ্ঠানটি। এদিকে ক্যানালিসের সিনিয়র অ্যানালিস্ট ঈশান দত্ত বলেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধে পিসি বাজার পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে।
The post নিষেধাজ্ঞার প্রভাবে বিশ্বব্যাপী কম্পিউটার বিক্রি কমেছে appeared first on Techzoom.TV.

0 Comments