নতুন চার্জার, ৭ মিনিটেই চার্জ হবে ৫০ শতাংশ!

বাজারে দ্রুতগতির চার্জিং অ্যাডাপ্টার নিয়ে এসেছে মার্কিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ১২৫ ওয়াটের মটো জিএএন ফ্ল্যাশ চার্জিং অ্যাডাপ্টার দিয়ে ৫০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন চার্জ হতে সময় লাগবে মাত্র ১৪ মিনিট। ৫০ শতাংশ চার্জ হবে ৭ মিনিটে।

মটোরোলার এই চার্জিং অ্যাডাপ্টার মটো এক্সক্লুসিভ কিউসি ৩.০ এবং পিডি ৩.০ প্রোটোকল সাপোর্টেট। এতে ইন-বিল্ট অন সেমিকন্ডাক্টর কন্ট্রোল আইসি রয়েছে। যা অ্যাডাপ্টারের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে। অ্যাডাপ্টারের কেসিং আগুনের শিখা প্রতিরোধক উপাদান দিয়ে তৈরি।

এই চার্জিং অ্যাডাপ্টার ব্যবহারে ওভারচার্জ, ওভারহিটিং এবং শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। নিরাপত্তা সুরক্ষায় চায়না কম্পালসারি সার্টিফিকেশন লাভ করেছে এই অ্যাডাপ্টার। চার্জ দেওয়ার সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

গ্যালিয়াম নাইট্রেড পোর্টেবল চার্জারটির দাম নির্ধারণ করা হয়েছে ২৪৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০০ টাকা।

The post নতুন চার্জার, ৭ মিনিটেই চার্জ হবে ৫০ শতাংশ! appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments