নয়া ফ্লিপ ফোন আনল নকিয়া, এক চার্জে চলবে ১৯ দিন

নতুন ফ্লিপ ফোন আনল নকিয়া। মডেল নকিয়া ২৭৮০ ফ্লিপ। এটি একটি ফিচার ফোন। এর বিশেষত্ব হচ্ছে-একবার চার্জ দিলে টানা ১৯ দিন পর্যন্ত চলবে।

অ্যানড্রয়েড ফোনের মতো নকিয়ার নয়া এই ফ্লিপ ফোনেও কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট দেওয়া হয়েছে। এতে কোয়ালকম ২১৫ মডেলের প্রসেসর দিয়েছে নকিয়া।

এই ফোনের বাইরে ও ভেতরে দুইটি পৃথক ডিসপ্লে দিয়েছে নকিয়া। ফোনের ভেতরে ২.৭ ইঞ্চির টিএফটি এবং বাইরে ১.৭৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে থাকছে।

৪ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজে হ্যান্ডসেটটি কেনা যাবে। ফিচার ফোন হলেও এতে ৪জি সাপোর্ট থাকছে। ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।

নকিয়া ২৭৮০ মডেলের ফ্লিপ ফোন চলবে কাইওএস ৩.১ অপারেটিং সিস্টেমে। এফএম রেডিও ছাড়াও এই ফিচার ফোনে ওয়াইফাই সাপোর্ট পাওয়া যাবে।

নতুন ফ্লিপ ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ।

নকিয়ার দাবি এই ফোনে এইচডি কল কোয়ালিটি পাওয়া যাবে। একই সঙ্গে লম্বা ব্যাক আপ মিলবে।

নকিয়া দাবি করছে, এই নয়া ফিচার ফোন এক চার্জে ১৯ দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ দেবে। সেই ক্ষেত্রে থাকতে হবে থ্রিজি নেটওয়ার্কে। ৪জি অথবা ২জি নেটওয়ার্ক ব্যবহার করলে মিলবে ১৮ দিন স্ট্যান্ডবাই ব্যাক আপ।

ফোনটি কিনতে খরচ হবে ৯০ মার্কিন ডলার।

The post নয়া ফ্লিপ ফোন আনল নকিয়া, এক চার্জে চলবে ১৯ দিন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments