স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেকেরই প্রধান বিবেচনায় থাকে ক্যামেরার গুণগত মান। বিশেষ করে ছবি তোলাই যাদের প্রধান নেশা, স্মার্টফোন কেনার সময়ে তাদের কাছে ক্যামেরার মেগাপিক্সেল প্রাধান্য পেয়ে থাকে।
ছবি পাগল সেসব মানুষের চাহিদার কথা মাথায় রেখেই ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে রিয়েলমি। ফোনটির মডেল রিয়েলমি ১০ আল্ট্রা।
রিয়েলমির এই ফোনের একটি পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারের তথ্য অনুযারী, ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ যেন ২ প্রসেসর, সঙ্গে থাকবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এ দুটি তথ্য ব্যতিত ফোনটির আর কোনো তথ্য জানা যায়নি।
ইতোমধ্যেই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার একাধিক ফোন বাজারে এসেছে। শাওমি ১২টি, মটোরোলা এইজ আল্ট্রা ফোন এরমধ্যে অন্যতম। শাওমি, মটোরোলাকে টেক্কা দিতে এবার ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে রিয়েলমি।
এদিকে আগামী বছরের শুরুতে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেল বাজারে আসতে যাচ্ছে। এনফোনটিতেও ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর থাকবে বলে জানিয়েছে স্যামসাং।
The post ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে রিয়েলমি! appeared first on Techzoom.TV.

0 Comments