নিজের করা ভোটাভুটিতে হেরে গেলেন ইলন মাস্ক

টুইটার প্রধান হিসেবে বহাল থাকবেন নাকি সরে যাবেন- এ নিয়ে টুইটার ব্যবহারকারীদের মধ্যে জরিপ চালিয়েছিলেন কোম্পানির নতুন মালিক ইলন মাস্ক। নিজের করা ভোটাভুটিতে হেরে গেছেন বিশ্বের শীর্ষ এই ধনী।

২৪ ঘণ্টায় ১ কোটি ৭৫ লক্ষ ২ হাজার ৩৯১ ভোট পড়েছে। ভোটারদের মধ্যে ৫৭.৫ শতাংশই ভোট দেন মাস্কের বিরুদ্ধে। অর্থাৎ অধিকাংশ ভোটারই চেয়েছেন টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করুক মাস্ক। বাকি ৪২.৫ শতাংশ ভোট পড়েছে পক্ষে।

রোববার এক টুইটে মাস্ক জানতে চান, টুইটার প্রধানের পদ থেকে কি আমার পদত্যাগ করা উচিত? জনমত জরিপে যাই ফল আসুক, আমি মেনে নেব।

ভোটে হেরে গিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী এখনও পদত্যাগ ঘোষণা করেননি মাস্ক। বলা হচ্ছে, হয়তো দ্রুতই ঘোষণা আসতে পারে। ইলন মাস্ক টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ালে কে হবেন পরবর্তী সিইও এটাই এখন দেখার বিষয়।

চলতি বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আগের সিইওকে সরিয়ে দিয়ে নিজেই নেন দায়িত্ব। এরপর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন মাস্ক।

মালিকানা হাতে নিয়েই টুইটারের বেশকিছু কর্মীকে বরখাস্ত করেছেন তিনি। নিয়েছেন একের পর এক একতরফা সিদ্ধান্ত।

The post নিজের করা ভোটাভুটিতে হেরে গেলেন ইলন মাস্ক appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments