ইসিজি, পিপিজি সুবিধায় বাজারে নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে তাইওয়ানের টেক জায়ান্ট আসুস। যার মডেল ভিভোওয়াচ ৫ অ্যারো। আসুসের দাবি, এটি বিশ্বের প্রথম স্মার্টওয়াচ, যাতে রয়েছে ফিঙ্গারটিপ পালস মেজারমেন্ট ফিচার।
নতুন স্মার্টওয়াচে রয়েছে ইসিজি ফাংশন মনিটারিং সিস্টেম। সেই সঙ্গে থাকছে ব্লাড অক্সিজেন মনিটরিং ফিচার। এই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী তার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো খুঁটিনাটি তথ্য নিমেষেই পেয়ে যাবেন। স্মার্টওয়াচটিতে আরও রয়েছে হার্ট রেট, রিলাক্সেশন ইনডেক্স ও স্লিপ কোয়ালিটি ফিচার।
পাশাপাশি এই ডিভাইস ফিটনেস ওয়্যারেবল হিসেবেও কাজ করবে। ব্যবহারকারী সারাদিন কতটুকু হাঁটলেন তাও জানান দেবে এই ওয়াচ। শুধু তাই নয়, এতে রয়েছে সুইমিং এবং ওয়াকিংয়ের মতো একাধিক স্পোর্টস মোড।
একবার চার্জে স্মাটওয়াচটি ৭ দিন ব্যাটারি ব্যাকআপ দেবে, সঙ্গে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম সাপোর্টেট।
স্মার্টওয়াটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪০ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা।
The post স্মার্টওয়াচেই হবে ইসিজি-পিপিজি! appeared first on Techzoom.TV.
0 Comments