ইইই বিভাগ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্লাব ইলেক্ট্রো এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের যৌথ আয়োজনে রোবোফেস্ট সংস্করণ আলফা অনুষ্ঠিত হয়েছে। ফেস্টটি সোমবার শুরু হয় এবং বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় চত্বরে লেভেল 9-এ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাস্টি বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাব শাহনুল হাসান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড, এইচ এম জহিরুল হক, ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন।
ফেস্টে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এমডি শাহরুখ আদনান খান, ইইই-এর প্রধান, সিআরআই-এর পরিচালক। ক্লাব ইলেক্ট্রোর উপদেষ্টা মোঃ আমানত হোসেন, সহ-উপদেষ্টা মোঃ সাদরিবুল হাসান ও মোঃ নাসিম তাজ ফ্যাকাল্টি, সকল ইইই অনুষদ ফেস্টের আয়োজক ছিলেন।
The post ইইই, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ৩ দিনব্যাপী রোবোফেস্ট আলফা উদ্বোধন করেছে appeared first on Techzoom.TV.
0 Comments