ওয়ানপ্লাস ১১: ল্যাপটপও হার মানবে, র‌্যাম ১৬ জিবি

আগামী বছরের শুরুতে নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস, যার মডেল ওয়ানপ্লাস ১১। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতোমধ্যেই এই ডিভাইসের টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, ওয়ানপ্লাসের নতুন ডিভাইসের ব্যাক প্যানেলে রয়েছে বিখ্যাত ক্যামেরা লেন্স প্রস্তুতকারক হ্যাসেলব্লাডের লোগো। এছাড়াও এলইডি ফ্ল্যাশ মডিউলসহ ট্রিপল ক্যামেরা সিস্টেমের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। টিজারে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট দেখা গেছে।

ইতোমধ্যে এ ফোনের কিছু তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। এক টিপস্টার জানিয়েছেন, ওয়ানপ্লাসের নতুন ফোনে হার্ডওয়্যারের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে এতে থাকা সিরামিক কভার। যা সচরাচর স্মার্টফোনে দেখা যায় না। সিরামিক কভার দিয়ে চমকে দেবে ওয়ানপ্লাস।

সিরামিক কভার সাধারণত দামি ফোনে ব্যবহার করা হয়। এর ব্যবহারে ফোনে অন্যরকম মাত্রা যুক্ত হয়। ফাইভজি সাপোর্টেট ৬.৭ ইঞ্চি ২কে অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে থাকবে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুসারে, ওয়ানপ্লাস ১১ ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকবে ৫০ মেগাপিক্সেল সনির আইএমএক্স ৮৯০ সেন্সর। সঙ্গে থাকবে ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনটিতে ব্যবহৃত টেলিফটো ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় ২এক্স অপটিকাল জুম পাওয়া যাবে।

স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর থাকায় ফোনটিকে ল্যাপটপের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে। বর্তমান সময়ে বেশিরভাগ ল্যাপটপে ৮ জিবি র‌্যামের ব্যবহার হলেও ওয়ানপ্লাস ১১ ফোনে থাকবে ১৬ জিবি র‌্যাম ও ২৬৫ জিবি স্টোরেজ। ফোনটিতে থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি, সাথে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

 

The post ওয়ানপ্লাস ১১: ল্যাপটপও হার মানবে, র‌্যাম ১৬ জিবি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments