ফেব্রুয়ারি মাস প্রতিটি বাঙালির জন্যই আবেগের মাস। ৫২-র তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কত শত উদ্যোগই না থাকে এই মাসজুড়ে! কিন্তু মোবাইলের স্ক্রিনের ভিড়ে হারিয়ে যাওয়া এই প্রজন্মের কাছে আদৌ কি আমরা বাংলা ভাষা কে পৌঁছে দিতে পারছি?
কেমন হয় যদি আমাদের এই প্রজন্মের সাথে বাংলা বর্ণমালার ভালবাসাটা মোবাইলের স্ক্রিনের মতোই সহজে হয়। এই প্রজন্মের জন্য আমাদেরকে যাতে বলতে না হয়, ‘’ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।‘’
এমকিডো বাংলাদেশের প্রথম প্রি-স্কুল লারনিং অ্যাপ, ছোটবেলা থেকেই শিশুদের বাংলার প্রতি আগ্রহী করার জন্য কাজ করে যাচ্ছে। এখানে ২-৬ বছর বয়সীরা হাত ঘুরিয়ে বাংলা লিখতে ও পড়তে পারার পাশাপাশি শুনতে পারবে বাংলা রুপকথা ও শিশুতোষ গল্প। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই রয়েছে এমকিডো-র ৬ মাস ও ১ বছরের প্যাকেজে ২১% ছাড়!
অ্যাপটি পেয়ে যাবেন আপনার মোবাইলের প্লে-স্টোর থেকেইঃ https://ift.tt/tZ8lfeR
The post ছোট্ট শিশু এখন বাংলা বর্ণমালা শিখবে ডিজিট্যালি! appeared first on Techzoom.TV.
0 Comments