রিয়েল এস্টেট কোম্পানি ইমাজিন প্রপার্টিজ লিমিটেডের অপারেশনাল এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে চুক্তি অনুযায়ী স্বয়ংক্রিয় করতে ওরাকল নেটস্যুটের (ইআরপি) সফল বাস্তবায়ন করেছে ট্যানগ্রাম টেক সল্যুশন্স লিমিটেড।
গত বছর মে মাসে রিয়েল এস্টেট কোম্পানিটি তাদের ইআরপি বাস্তবায়নে ট্যানগ্রাম টেক সল্যুশন্সের সাথে গত ২২ মার্চ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ট্যানগ্রাম টেক সল্যুশন্স ইমাজিন প্রপার্টিজ ওরাকল নেটস্যুটের (ইআরপি) সফল বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে।
এ সময় ট্যানগ্রাম টেক সল্যুশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দায়েম খন্দকার, ইমাজিন প্রপার্টিজের চেয়ারম্যান এম কবিরউজ্জামান ইয়াকুব, ব্যবস্থাপনা পরিচালক লায়েক আলী চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এম কবিরউজ্জামান ইয়াকুব বলেন, আমরা এবং আমার কোম্পানির ব্যবহারকারীরা ট্যানগ্রাম টেক সল্যুশন্স দ্বারা বাস্তবায়নকৃত ইআরপি সল্যুশন্সটি সিস্টেমটি পর্যালোচনার সময় দেখেছি, আমার টিম বিভিন্ন ব্যবসায়িক প্রক্রিয়া, কর্মপ্রবাহ, তথ্য আদান-প্রদানের বিষয়গুলো সুস্পষ্টভাবে বুঝে নিয়েছেন। ট্যানগ্রাম ও আমার টিমের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া দেখে আমি বিস্মিত। এজন্য ট্যানগ্রামকে ধন্যবাদ।
ট্যানগ্রাম টেক সল্যুশন্স লিমিটেডের ওরাকল নেটস্যুটের তাদের নিজস্ব টিম নিয়েই সফটওয়্যারের উন্নয়ন ও বিকাশ এবং বাস্তবায়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির জন্য নিবেদিত তরুণদের একটি দল নেটস্যুটের ইআরপি সম্পর্কে বিস্তর জ্ঞান রাখেন এবং এ বিষয়ে দারুণ কাজ করে চলেছেন।
The post ইমাজিন প্রপার্টিজে ওরাকল নেটস্যুটের বাস্তবায়ন করেছে ট্যানগ্রাম appeared first on Techzoom.TV.
0 Comments