সাধ্যের মধ্যে স্মার্টফোন আনছে রিয়েলমি

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি সবার জন্য সাধ্যের মধ্যে নতুন স্মার্টফোন আনছে। শিগগিরই বাজারে আসছে রিয়েলমি ১১ সিরিজ। এই ফোনের দাম থাকবে হাতের নাগালেই।

রিয়েলমি ১১ সিরিজ মিড রেঞ্জ সেগমেন্টে বাজারে আসবে। অর্থাৎ দাম মধ্যবিত্তের নাগালেই থাকবে।

এই সিরিজের অধীন দুইটি মোবাইল ফোন বাজারে আসবে। একটি প্রো মডেল। অন্যটি প্রো প্লাস।

ফোন দুইটিতে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এতে ৮ জিবি র‌্যাম থাকতে পারে। বিল্টইন স্টোরেজ থাকবে ২৫৬ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ফোন দুইটি চলবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫০ মডেলের প্রসেসর। যা এন্ট্রি ও মিড রেঞ্জের ফোনে দেখা যায়।

রিয়েলমি ১১ সিরিজের ফোনের সেলফি ক্যামেরা হতে পারে ১৬ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ক্যাপাসিটি হবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

জুন মাসে ১১ সিরিজের ফোন দুইটি বাজারে আনবে রিয়েলমি।

The post সাধ্যের মধ্যে স্মার্টফোন আনছে রিয়েলমি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments