শাওমি নতুন ট্যাব নিয়ে ব্যবহারকারীদের সামনে হাজির হচ্ছে। মডেল শাওমি প্যাড ৬। সম্প্রতি এই ট্যাবের টিজার প্রকাশ্যে এসেছে। ডলবি ভিশন ডিসপ্লে এবং ডলবি ভিশন স্পিকারসহ ট্যাবটি পাওয় যাবে। স্যামাসাংয়ের মতো এতে শাওমি স্মার্ট পেন স্টাইলাসও দেওয়া হবে এই ট্যাবে।
সম্প্রতি শাওমি তাদের ওয়েবসাইটে এই ট্যাব নিয়ে লাইভও করেছে। সেখানে জানানো হয়েছে কিছু তথ্য।
শাওমি প্যাড ৬ গ্যাজেটটি চলবে অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক মিইউ ১৪ ইন্টারফেসে। এতে রয়েছে ১১ ইঞ্চির ২.৮ কে রেজুলেশনের এলসিডি ডিসপ্লে।
এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
ডিসপ্লেতে ৫৫০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং গরিলা গ্লাস ৩ সুরক্ষা পাবেন। ফোনটি পরিচালনার জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ প্রসেসর দেওয়া হয়েছে। সঙ্গে আছে ১২ জিবি র্যাম। এতে এলপিডিডিআর৫ র্যাম ব্যবহৃত হয়েছে।
এছাড়াও শাওমির নতুন ট্যাবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাকআপের জন্য ট্যাবলেটটিতে ৮৮৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দিয়েছে শাওমি। যা চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। অর্থাৎ বারবার চার্জে বসানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন গ্রাহক। কানেকশনের জন্য, ট্যাবটিতে ৫জি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
The post শাওমি ১১ ইঞ্চির নতুন ট্যাব আনল appeared first on Techzoom.TV.

0 Comments