তথয চর ঠকত ফনর এই অপশনট বনধ রখন

স্মার্টফোন থেকে প্রতিনিয়ত বিভিন্নভাবে তথ্য চুরি করছে হ্যাকাররা। সম্প্রতি রিয়েলমি ফোনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থাটি ব্যবহারকারীদের ফোনের ব্যক্তিগত ছবি, তথ্য, ব্যাংকের ডিটেলস, একাধিক পাসওয়ার্ড চুরি করে গোপনে চীনে পাঠিয়ে দিচ্ছে।

ফোনের তথ্য চুরি ঠেকাতে ফোনের সেটিংস অপশনে কিছু পরিবর্তন আনুন। আপনার ফোন যদি রিয়েলমি, অপো বা ওয়ানপ্লাস হয় তাহলে এই অপশন খুব সহজে খুঁজে পাবেন। তবে অন্য অনেক ফোনেই ‘এনহ্যান্সড ইন্টেলিজেন্ট সার্ভিস’ নামেরটি অপশন পেতে পারেন। এটি টার্ন অফ করে দিন।

চলুন দেখে নেওয়া যাক অপশনটি কীভাবে টার্ন অফ করবেন, কারণ এটি বাই-ডিফল্ট টার্ন অন করা থাকে ফোনে।

>> এজন্য প্রথমে আপনাকে ‘সেটিংস’ অপশনে যেতে হবে।

>> এখানে পাবেন ‘অ্যাডিশনাল সেটিংস’ অপশন।

>> সেখানে গিয়ে ‘সিস্টেম সেটিংস’ অপশনটি বেছে নিন।

>> ‘এনহ্যান্সড সিস্টেম সার্ভিস’ অপশন আনচেক করুন।

>> এরপর আপনার ফোনটি রিস্টার্ট করুন।

The post তথ্য চুরি ঠেকাতে ফোনের এই অপশনটি বন্ধ রাখুন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments