স্মার্টফোন ব্যবহারে অন্যতম সমস্যা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বা চার্জ। ডিভাইসে এখন বেশি শক্তির ব্যাটারি দেয়া হলেও অনেক সময় পর্যাপ্ত চার্জ ব্যাকআপ পাওয়া যায় না। পুরনো ডিভাইসের ক্ষেত্রে ব্যাটারি সেল নষ্ট হয়ে যাওয়া, চার্জারের সমস্যাসহ বিভিন্ন কারণ থাকে। কিন্তু নতুন বা এক বছরের ব্যবহার চার্জ না থাকলে বা কমে গেলে তা চিন্তার বিষয়। এক্ষেত্রে বেশকিছু বিষয় সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। উইকিহাও এ বিষয়ে জানিয়েছে।
ব্যাটারি একবারে খালি করে চার্জ দেয়ার চর্চা থেকে বিরত থাকতে হবে। কেননা ব্যাটারি চার্জ হওয়ার নির্দিষ্ট চক্র থাকে। খালি অবস্থায় চার্জ হলে সে চক্র কমে আসে। অতিরিক্ত গরম পরিবেশে ব্যাটারি বেশি খরচ হয়। বিশেষ করে সরাসরি সূর্যের নিচে। এ পরিবেশে প্রয়োজন ছাড়া সেলফোন ব্যবহার না করাই ভালো।
ফোনের ডিসপ্লে উজ্জ্বলতা বা ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে। অনেকেই ফোনের ব্রাইটনেস একেবারে ফুল করে রাখেন। ফলে দ্রুত ফোনের চার্জ ফুরিয়ে যায়। এক্ষেত্রে অটোমোড ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
প্রয়োজন ছাড়া ইন্টারনেট সংযোগ চালু না রাখাই ভালো। ফোন চার্জে থাকা অবস্থায় বাকি অ্যাপ্লিকেশন বন্ধ করা উচিত। এ সময় গেম খেলা বা ভিডিও স্ট্রিম না করাই ভালো। ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলতে থাকলে চার্জ হতে বেশি সময় নেয়। আবার দ্রুত চার্জ ফুরিয়ে যায়। সেলফোনের ভাইব্রেশন অপশনে স্মার্টফোনে অনেক বেশি চার্জ চলে যায়।
প্রয়োজন না হলে ফোনের ব্লুটুথ ও অটো আপডেট বন্ধ রাখাও ভালো। মোবাইল ডাটার মাধ্যমে আপডেট হলে তা ডিভাইসের ব্যাটারিতে চাপ তৈরি করে।
The post স্মার্টফোনের চার্জ ধরে রাখতে করণীয় appeared first on Techzoom.TV.

0 Comments