অযমলড ডসপল বজরজত নতন রকরডর পরতযশ বওইর

চলতি বছর ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে বাজারজাতে নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছে চীনের প্রতিষ্ঠান বিওই। একটি কনফারেন্স কলের বরাতে আইটি হোম জানায়, চলতি বছর কোম্পানিটি ৮ কোটি ইউনিট অ্যামোলেড ডিসপ্লে বাজারজাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। খবর গিজমোচায়না।

বিওই অবশ্য চলতি বছর ১২ কোটি ইউনিট ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে জাহাজীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মাধ্যমে এ খাতে নেতৃস্থানীয় পর্যায়ে আসতে চাইছে কোম্পানিটি। উচ্চমানের পণ্য জাহাজীকরণের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জনের কথা ভাবছে চীনা কোম্পানিটি। এর মাধ্যমে সামগ্রিকভাবে কোম্পানির পণ্য থেকে লভ্যাংশ বাড়বে।

অ্যামোলেডের পাশাপাশি কোম্পানিটি ভেহিকল ডিসপ্লে ব্যবসায়ও বেশ এগিয়েছে। কোম্পানিটি এখন পর্যন্ত ফ্লেক্সিবল অ্যামোলেড, মিনি এলইডি ও বিডি সেলসহ ভেহিকল ডিসপ্লে পণ্যে বেশকিছু প্রযুক্তি যুক্ত করেছে। এছাড়া বিওইর চেংডু ভেহিকল ডিসপ্লে বেজ বার্ষিক ১ কোটি ৫০ লাখ ইউনিট ভেহিকল ডিসপ্লে ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কারখানাটিতে গাড়ির জন্য ৫-৩৫ ইঞ্চি পর্যন্ত এলসিডি ডিসপ্লে উৎপাদন করা হয়। ফলে অটোমোবাইল উৎপাদনকারীরা প্রয়োজন অনুযায়ী ডিসপ্লে কিনতে পারে। গ্লোবাল ইনোভেশন পার্টনারস কনফারেন্স ২০২৩-এ বিওইর উদ্ভাবন ও প্রবৃদ্ধির প্রতি আকর্ষণের বিষয়টি উঠে এসেছে। এ অনুষ্ঠানে কোম্পানিটি তিন বছরে প্রযুক্তি গবেষণা ও উন্নয়নে ৫ হাজার কোটি ইউয়ান বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

বিশাল এ বিনিয়োগের মাধ্যমে বিওই বাজারে সুনির্দিষ্ট ১০০ সমস্যার সমাধান দিতে পারবে এবং ডিসপ্লে প্রযুক্তি সরবরাহে অন্যতম কোম্পানিতে পরিণত হবে বলে মনে করছেন বিশ্লেষক ও গবেষকরা। ইনোভেশন সম্মেলনে বিশ্বের প্রথম স্মার্ট ককপিটের ধারণা দেয় বিওই। কোম্পানিটি একাই ককপিটের ডিজাইন, ডিসপ্লে, হার্ডওয়্যার বোর্ড ও সফটওয়্যার সিস্টেম তৈরি করেছে।

The post অ্যামোলেড ডিসপ্লে বাজারজাতে নতুন রেকর্ডের প্রত্যাশা বিওইর appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments