চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন অ্যামাজফিটের

টিজার প্রকাশের কয়েকদিন পর ভারতের বাজারে চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন করেছে অ্যামাজফিট। ডিভাইসগুলোয় বিভিন্ন ফিচার দেয়া হয়েছে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) জেড কোচ অ্যাপও রয়েছে। অ্যাথলিটদের প্রশিক্ষণ গ্রহণে ও বিভিন্ন লক্ষ্য অর্জনে এ অ্যাপ সহায়তা করবে বলে দাবি কোম্পানির।

অ্যামাজফিট চিতাহ স্মার্টওয়াচ হালকা ওজনের এবং এতে ফাইবারের পলিমার মিডল ফ্রেম ব্যবহার করা হয়েছে। এতে ১ দশমিক ৩৯ ইঞ্চির এইচডি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজল্যুশন ৪৫৪*৪৫৪। অন্যদিকে চিতাহ স্কয়ার ভার্সনে ১ দশমিক ৭৫ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে।

দুটি স্মার্টওয়াচে অ্যামাজফিটের ম্যাক্সট্র্যাক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা জিপিএসকে আরো শক্তিশালী করে। জেপ ওএস ২.০ থাকায় যেকোনো ডিভাইসে স্মার্টওয়াচ যুক্ত করে গান শোনা এবং ৪৭০টি অডিও সংরক্ষণ করা যাবে। চিতাহ সিরিজের স্মার্টওয়াচে দেড়শর বেশি স্পোর্টস মোড, ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার ও ১৪ দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। স্পিডস্টার গ্রে রঙে দুটি ডিজাইনের স্মার্টওয়াচ কিনতে ২০ হাজার ৯৯৯ রুপি ব্যয় হবে।

The post চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন অ্যামাজফিটের appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments