১২ সেপ্টেম্বর চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন বাজারে আইফোন ১৫ সিরিজ উন্মোচন করে অ্যাপল। সর্বশেষ সিরিজটি কিছু আকর্ষণীয় কালারের পাশাপাশি নতুন ফিচার ও আপগ্রেডসহ এসেছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে এই সিরিজের প্রি-অর্ডার শুরু হয়। আর এই প্রি-অর্ডারের সময় নতুন আইফোন মডেলগুলো ব্যাপক সাড়া পেয়েছে।
সম্প্রতি অ্যাপল নতুন আইফোন বিক্রির বিষয়ে একটি তথ্য সামনে এনেছে।
অ্যাপল বলছে, আমরা বুঝে উঠতে পারিনি যে, নতুন আইফোন ১৫ সিরিজের ফোন কেনার জন্য মানুষ এতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অ্যাপলের ঘোষণা অনুযায়ী, চীনে আইফোন ১৫ সিরিজের আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স মডেল দুটি প্রি-অর্ডার চালু হওয়ার মাত্র ১ মিনিটের মধ্যেই আউট অব স্টক হয়ে যায়।
আর আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হওয়ার ১০ মিনিট পর অ্যাপলের ওয়েবসাইটও ক্র্যাশ করে। শুধু তাই নয়, মাত্র ৩০ মিনিটের মধ্যে আইফোন ১৫ সিরিজের সবগুলো মডেল বিক্রি হয়ে যায় বলে জানিয়েছে অ্যাপল।
The post এক মিনিটেই শেষ নতুন আইফোন! appeared first on Techzoom.TV.
0 Comments