শাওমি আনল নতুন ২ ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি নতুন দুইটি স্মার্টফোন আনল। এগুলো হলো শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো। এই ফোন দুইটিতে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট। এই ফোনের ডিসপ্লেতে ২কে রেজুলেশন পাওয়া যাবে। এতে ১২০ হার্জ ডায়নামিক রিফ্রেশ রেটসহ একটি এটিপিও ওলিড ডিসপ্লে দেওয়া হয়েছে।

এই ফোনে একটি লেইকা টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।শাওমি ১৪ মডেলে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। যার দাম ৪০০০ রুপি। এছাড়াও এই ডিভাইস ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনেও কেনা যাবে। দাম ৪২৯৯ ইয়েন।

শাওমি ১৪ প্রো মডেলের দাম ৪৯৯৯ ইয়েন। এতে রয়েছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনগুলো ক্লাসিক ব্ল্যাক, রক ব্লু, স্নো মাউন্টেন পিঙ্ক এবং সাদা রঙে বাজারে এসেছে। উভয় ফোন চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এগুলোর ব্যাটারি ৪৬১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

The post শাওমি আনল নতুন ২ ফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments