চলতি বছরের প্রথমার্ধে চীনে ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের বিক্রি বছরওয়ারি হিসাবে ৫৬ শতাংশ কমেছে।
সম্প্রতি কাউন্টারপয়েন্টের চীন এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) রিসার্চ সার্ভিসের তথ্য সূত্রে এটি জানা গেছে। এর মাধ্যমে টানা দু্ই বছর প্রবৃদ্ধিতে থাকা ভিআর বাজারে ধস নেমেছে।
বিশ্ববাজারে ২০২৩ সালের প্রথমার্ধে ভিআরের বিক্রি ৩৯ শতাংশ কমেছে। সে তুলনায় চীনের হার খুবই বেশি। চীনের বাজারে ভিআর ডিভাইসের চাহিদা কমে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে।
প্রথমত, ভিআর বাজারে শীর্ষে থাকা পিকো মার্কেটিং কৌশলের মাধ্যমে ভালো প্রভাব বিস্তার করে। ২০২১ সালের সেপ্টেম্বরে বাইটড্যান্সের মালিকানায় চলে যাওয়ার পর বিক্রি বাড়াতে কোম্পানিটি প্রচার বাড়িয়েছিল। কিন্তু ২০২৩ সালে এসে কোম্পানিটি প্রচারণার পরিবর্তে স্থিতিশীল পরিচালনা নিশ্চিতে বেশি গুরুত্ব দেয়। যে কারণে বিনিয়োগের সঙ্গে কোম্পানির বিক্রিও কমতে থাকে।
দ্বিতীয়ত, ভিআর ডিভাইসের প্রচার করলেও ভালো অ্যাপ ও কনটেন্ট ইকোসিস্টেম ভালো না হওয়ায় চীনের ভিআর বাজার প্রবৃদ্ধি ধরে রাখতে পারেনি।
এছাড়া এ সময় দেশটির বাজারে নতুন পণ্য খুব একটা আসেনি। এর কারণে গ্রাহক চাহিদা ও পণ্য বিক্রিতে বিরূপ প্রভাব পড়েছে।
The post চীনে ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইস বিক্রি appeared first on Techzoom.TV.
0 Comments