সাশ্রয়ী দামের নতুন ফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এফ ৩৪। এটি একটি ৫জি স্মার্টফোন। এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। নতুন এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লে গরিলা ৫ গ্লাস দিয়ে সুরক্ষিত। এই ডিসপ্লেটি ১০০০ নিটস ব্রাইটনেস দিতে পারে এবং তাতে ভিসন বুস্টার টেকনোলজি রয়েছে। এই প্রযুক্তি থাকার ফলে ফোনটি তার ব্যবহারকারীদের দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা দিতে পারবে।
গ্যালাক্সি এফ৩৪ মডেলের এই ফোন নো শেক ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে এই ফিচার মিলবে। যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে।এই স্মার্টফোনের অর্কিড ভায়োলেট কালার ভ্যারিয়েন্ট বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও ইলেকট্রিক ব্ল্যাক ও মিস্টিক গ্রিন এই দুটিই কালার ভ্যারিয়েন্টেও হ্যান্ডসেটটি কেনা যাবে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি ৫ এনএমের এক্সিনোস ১২৮০ মডেলের প্রসেসর।
এই সেগমেন্টের সেরার সেরা ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে স্যামসাংয়ের নতুন এই ফোনে। যা গেমিং, বিঞ্জ-ওয়াচিং সহ মাল্টিটাস্কিংয়ে চমৎকার অভিজ্ঞতা দিতে পারে। স্যামসাংয়ের তরফ থেকে দাবি করা হয়েছে, এক চার্জে দুই দিনের জন্য ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই ফোনটি।
দুর্ধর্ষ ক্যামেরা সেটআপও রয়েছে ফোনটিতে। প্রাইমারি ক্যামেরার কথা তো আগেই বলা হয়েছে। এই ফোনের সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ১২০ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স এবং তাক লাগানো সেলফি তোলার জন্য একটি ১৩ মেগাপিক্সেলের হাই-রেজুলেউশন ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনের ক্যামেরায় রয়েছে সিঙ্গেল-টেক ফিচার, যা ব্যবহারকারীদের সিঙ্গেল শটে চারটি ভিডিয়ো ও চারটি ছবি তুলতে দেবে। রয়েছে একটি নাইটোগ্রাফি ফিচারও, যা অসামান্য কিছু লো-লাইট শট তুলতে দেবে।
গ্যালাক্সি এফ৩৪ ৫জি মডেলে একটি ভয়েস ফোকাস ফিচার দেওয়া হয়েছে, যা ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেকটাই কমাতে পারে ভয়েস ও ভিডিও কলের সময়। কোম্পানির তরফ থেকে এই ফোনের উপরে পরবর্তী চার বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড ও পাঁচ বছরের সিকিওরিটি আপডেট পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
The post কম দামের স্যামসাং ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা appeared first on Techzoom.TV.
 
 
 

0 Comments