ছবি সংরক্ষণে গুগল ফটোজ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পরিচিত। একটা সময় গুগলের পক্ষ থেকে আনলিমিটেড স্টোরেজ দেয়া হলেও এখন তা অতীত। যে কারণে এখন ছবি সংরক্ষণের সময় অনেক দিক ভেবে ছবি আপলোড করতে হয়। ছবি সংরক্ষণে যেন জায়গার অভাব না হয় সেজন্য বেশকিছু উপায় রয়েছে। এগুলো অনুসরণ করলেই স্টোরেজ বা জায়গা পাওয়া যাবে।
আপলোড করা ছবির মান পরিবর্তন: সাধারণ অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ফটোজ থাকলে ইন্টারনেট সংযোগ পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ছবি আপলোড হয়ে যায়। যে কারণে ছবির রেজল্যুশন বা সংরক্ষণ মান নির্ধারণ করে দেয়া যায় না। তবে ফটোজে ছবি রেজল্যুশন কম-বেশি করে আপলোড করার অপশন দেখানো হয়। সংরক্ষিত ছবিও চাইলেও স্টোরেজ সেভার মোডে নিয়ে যাওয়া যাবে। ওয়েব ভার্সন থেকে এ কাজটি করা যাবে। এজন্য কম্পিউটার থেকে গুগল ফটোজে প্রবেশ করতে হবে। এরপর প্রোফাইলের পাশে থাকা সেটিংসে প্রবেশ করে স্টোরেজ সেভারে ক্লিক এবং নিচের দিকে রিকভার স্টোরেজে লার্ন মোরে যেতে হবে। বক্স পপ আপে টিক দিয়ে কনফার্ম করলেই ছবি-ভিডিও কমপ্রেস করা শুরু হবে। ছবি-ভিডিও বেশি হলে সেগুলো কমপ্রেস হতে সময় লাগবে।
হোয়াটসঅ্যাপ ও ডিভাইস ফোল্ডারের ব্যাকআপ বন্ধ রাখা: গুগল ফটোজ হোয়াটসঅ্যাপ ও ডিভাইস ফোল্ডারে থাকা ছবিও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ করতে পারে। অনেক সময় এটি সুবিধাজনক হলেও এ কারণে স্টোরেজও কমে যায়। হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় মিডিয়া ব্যাকআপ না করা বা অপশন বন্ধ করে দেয়া স্টোরেজের জন্য সহায়ক। এজন্য অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে। এর সেটিংস থেকে ব্যাকআপে গিয়ে অপ্রয়োজনীয় ফোল্ডার বাদ দিতে হবে। এছাড়া হোয়াটসঅ্যাপে মিডিয়া ডাউনলোড বন্ধ রাখলেও ব্যাকআপ হবে না।
ফরম্যাটবিহীন ভিডিও মুছে ফেলা: ছবি, ভিডিওসহ সব মিডিয়া ফাইলের আলাদা ধরন বা ফরম্যাট থাকে। ফটোজে বিভিন্ন ফরম্যাটের ফাইল সংরক্ষণ করা যায়। অনেক সময় কিছু ফরম্যাটবিহীন ভিডিও সেভ হয়ে যায়। যে কারণে সময় করে স্টোরেজ থেকে এসব ভিডিও ডিলিট করে দেয়া প্রয়োজন। এজন্য ওয়েব থেকে ফটোজে প্রবেশ করে সেটিংসে যেতে হবে। সেখানে আনসাপোর্টেড ভিডিওর তালিকা দেখা যাবে। সেগুলো মুছে ফেলার পর ট্র্যাশ বিনও খালি করতে হবে।
স্ক্রিনশট মুছে ফেলা: ডিভাইস ফোল্ডার থেকে স্ক্রিনশটও ফটোজে ব্যাকআপ হয়ে থাকে। প্রতি বছরই অনেক স্ক্রিনশট সেভ করা হয় বা নেয়া হয়, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে সেভাবে কাজে আসে না। তাই স্টোরেজ খালি করার জন্য এসব স্ক্রিনশট মুছে ফেলা ভালো। ফটোজে স্ক্রিনশট লিখে সার্চ দিলেই সব ফাইল চলে আসবে।
ট্র্যাশ বা বিন খালি করা: ফটোজ থেকে কোনো কিছু মুছে ফেলা বা ডিলিট করা হলে তা ট্র্যাশ বিনে গিয়ে জমা হয়। ব্যবহারকারীর সুবিধার্তে ৬০ দিন পর্যন্ত সেগুলো ট্র্যাশে সংরক্ষিত থাকে। স্টোরেজ খালি করতে হলে ট্র্যাশ বিন থেকেও ফাইল মুছে ফেলতে হবে।
আপলোডের আগে ছবির আকার পরিবর্তন: ডিএসএলআর দিয়ে তোলা ছবির রেজল্যুশন বেশি থাকে, তাই সংরক্ষণেও বেশি জায়গা প্রয়োজন হয়। আপলোডের আগে তাই ছবির আকার পরিবর্তন করে নেয়া ভালো। ৩০ থেকে ৪০ মেগাপিক্সেল রেজল্যুশনের ছবি সংরক্ষণে বেশি জায়গার প্রয়োজন হয়। এসব ছবির রেজল্যুশন কমানো হলে জায়গা কম লাগবে। অ্যাডোবি লাইটরুমে প্রয়োজন অনুযায়ী ছবির রেজল্যুশন কমিয়ে নেয়া যাবে।
গুগল ড্রাইভ ও জিমেইল থেকে ফাইল মুছে ফেলা: গুগল ড্রাইভে কোনো ফাইল সংরক্ষণ করলে সেটিও অ্যাকাউন্টের স্টোরেজে যুক্ত হয়। তাই ফটোজের জায়গা আরো বাড়াতে চাইলে গুগল ড্রাইভ থেকেও অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও স্ক্রিনশট মুছে ফেলতে হবে। এছাড়া প্রাইমারি অ্যাকাউন্ট থেকে সহজেই সেকেন্ডারি অ্যাকাউন্টে ফাইল স্থানান্তর করা যাবে। জিমেইলের ক্ষেত্রেও একই উপায়। পুরনো ই-মেইল ও সেগুলোয় থাকা ফাইল মুছে ফেলার মাধ্যমে স্টোরেজ খালি করা যাবে।
The post গুগল ফটোজের জায়গা বাড়ানোর ৭ উপায় appeared first on Techzoom.TV.
0 Comments