ওয়ানপ্লান ভক্তদের জন্য সুখবর। শিগগিরই আসছে ওয়ানপ্লাস ১২ মডেলের স্মার্টফোন। এই ফোনে দেওয়া হচ্ছে একটি ৬.৮২ ইঞ্চির এলটিপিও অ্যামোলিড প্যানেল। যা টু কে রেজুলেশন সাপোর্ট করে।
পারফরম্যান্সের জন্য এই ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে২৪ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজের সঙ্গে।
দুর্দান্ত ক্যামেরা সেটআপ পেতে চলেছে ফোনটি। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হচ্ছে একটি ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি ৮০৮ ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি সনির আইএমএক্স সেন্সরযুক্ত ৬৪ মেগাপিক্সেলের থ্রিএক্স টেলিফটো জুম লেন্স। ১০ বছরে স্মার্টফোন তৈরি করে চীনের ওয়ানপ্লাস। ৪ ডিসেম্বর কোম্পানির সেই মাহেন্দ্রক্ষণ। যেদিন বাজারে আসবে ওয়ানপ্লাস ১২। ওয়ানপ্লাস প্রধান লি জি লুইস এই খবরটি জানিয়েছেন।
ওয়ানপ্লাস ১২ মডেলে ৫৪০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি থাকছে। যা ১০০ ওয়াটের ফাস্ট চার্জার এবং ৫০ ওয়াটের 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যার হিসেবে থাকছে একটি অ্যানড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস। হ্যান্ডসেটটি বাজারে আনলে এর দরদাম কেমন হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
The post ওয়ানপ্লাস আনছে ২৪ জিবি র্যামের ফোন appeared first on Techzoom.TV.
0 Comments