স্মার্টফোনের বৈশ্বিক বাজারে নুবিয়ার সে রকম অবস্থান নেই। তবে বিভিন্ন সময়ে কোম্পানিটি গ্রাহকদের জন্য বৈশ্বিকভাবে একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে। আগামীকাল আরো একটি স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি। নুবিয়া জেড৬০ আল্ট্রা নামের সেলফোনটিতে উন্নত ডিসপ্লে ও আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে বলে গুঞ্জন রয়েছে।
ব্র্যান্ডটির গ্লোবাল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আগামীকাল ডিভাইসটি উন্মোচন করা হবে। আশ্চর্যজনকভাবে ঘরের বাজার চীনেও একই দিনে সেলফোনটি উন্মোচন করবে কোম্পানিটি। তবে চীনে ৬ ঘণ্টা আগে আত্মপ্রকাশ হবে নুবিয়া জেড৬০ আল্ট্রার।
ডিসপ্লের নিচে লুকানো ক্যামেরা ছাড়াও ডিজাইনের কারণে সেলফোনটির আলাদা বিশেষত্ব রয়েছে বলে অভিমত সংশ্লিষ্টদের। বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানি সাধারণ ও নিরাপদ ডিজাইসের মধ্যেই সীমাবদ্ধ। সেদিক থেকে জেড৬০ আল্ট্রায় অ্যাগ্রেসিভ ডিজাইন দেয়া হয়েছে।
সেলফোনটিতে থাকা প্রতিটি ক্যামেরার লেন্স আলাদাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইন্টারনেটে এ ডিজাইন গ্রাহকদের নজর কেড়েছে। এছাড়া কোম্পানিটি চীনে বিখ্যাত স্টারি নাইট কালেক্টরস ডিজাইনের টিজার প্রকাশ করেছে। প্রযুক্তিবিদদের আশা, বিশ্ববাজারেও এটি আনা হতে পারে।
নুবিয়া জেড৬০ আল্ট্রায় ৬ দশমিক ৮ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেয়া হতে পারে। যার রেজল্যুশন ১.৫কে ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে পাঞ্চ হোল ডিজাইন না থাকায় ডিজাইন বেশ আকর্ষণীয়। সেই সঙ্গে পঞ্চম প্রজন্মের ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা সলিউশন থাকায় আরো উন্নত অভিজ্ঞতা পাবে ব্যবহারকারীরা।
স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের ৮ জেন ৩ চিপসেট, ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সক্ষমতা থাকবে বলেও ধারণা করা হচ্ছে।
আগের ভার্সনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিভাইসটিতে ১৬ জিবি এলপিডিডিআরফাইভএক্স র্যাম ও ইউএফএস ৪ এর১ টেরাবাইট স্টোরেজ থাকতে পারে। এতে অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর মাইওএস অপারেটিং সিস্টেম থাকতে পারে।
সেলফোনটিতে ৫০ মেগাপিক্সেলের মূল, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ও ৬৪ মেগাপিক্সেলের অমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। ডিভাইসের দাম কেমন হবে সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
The post আগামীকাল উন্মোচন হবে নুবিয়া জেড৬০ আল্ট্রা appeared first on Techzoom.TV.
0 Comments