নতুন সাশ্রয়ী দামের ফোন আনল লাভা। মডেল লাভা যুবা ৩ প্রো। এন্ট্রি লেভেলের ফোন হলেও এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
লাভার নতুন এই ফোনের পেছনে একটি প্ল্যাটফর্মে দুইটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলো গ্যালাক্সি এস ২২ ফোনে পাওয়া ক্যামেরাগুলোর মতো। স্মার্টফোনটিতে একটি পাঞ্চ হোলসহ একটি ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে এইচডি প্লাস রেজুলেশন সাপোর্ট করে।
এই ফোনের মেইন ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। ফোনটিতে ইউনিসক টি৬১৬ চিপ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে।
নিরাপত্তার জন্য ডিভাইসটিতে রয়েছে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটিতে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক পেয়ে যাবেন। এছাড়াও এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। ওয়্যারলেস কানেকশন পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে ডুয়াল সিম, ৪জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০ এবং জিএনএসএস। ফোনটিতে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যাতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতের এই ফোনরে দাম মাত্র ৯ হাজার রুপি। ডেজার্ট গোল্ড, ফরেস্ট ভিরিডিয়ান বা মেডো বেগুনি রঙে কিনতে পারবেন।
The post লাভার এই কম দামি ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা appeared first on Techzoom.TV.
0 Comments