নিউজ দেখার জন্য অ্যাপ চালু করেছিলেন ইনস্টাগ্রামের দুই সহপ্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিগার। অ্যাপ চালুর এক বছর না পেরোতেই সেটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মিডিয়ামে দেয়া এক নোটে সিস্ট্রোম জানান, ফেব্রুয়ারির শেষ দিকে সংবাদ পড়ার মূল ফিচার অনলাইনকেন্দ্রিক হয়ে যাবে। তবে সেখানে কমেন্ট বা নতুন কিছু পোস্ট করার সুবিধা থাকবে না।
প্রতিষ্ঠাতা দলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার ও রেডিটের মতো লাইক, কমেন্ট ও পোস্ট দেয়ার সুবিধা থাকায় অ্যাপটি পরিচিতি পেয়েছিল।
The post বন্ধ হয়ে যাচ্ছে ইনস্টাগ্রামের নিউজ অ্যাপ আর্টিফ্যাক্ট appeared first on Techzoom.TV.
0 Comments