৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের দাম ১৩ হাজার

বাজারে এলো ভিভো ওয়াই ২৮। এই ফোনটি সাশ্রয়ী দামের হলেও এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ৪, ৬ ও ৮ জিবি র‌্যাম ভার্সনে এই ফোন কেনা যাবে। স্টোরেজ ১২৮ জিবি। বেজ মডেলের দাম ভারতে ১৩ হাজার ৯৯৯ রুপি। হাইএন্ডের দাম ১৬ হাজার ৯৯৯ রুপি।

এই বাইজে স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও থাকছে ৬ ইঞ্চিরও বড় এইচডি প্লাস ডিসপ্লে।

ক্রিস্টাল পার্পল ও গ্লিটার অ্যাকোয়া এই দুই কালার অপশনে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। ভিভো ওয়াই ২৮ ফোনে পারফরম্যান্সের জন্য একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে ৯০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে।

ফোনটিতে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। বাজেট ফোনটির ক্যামেরা সেটআপও দুর্দান্ত। ভিভো ওয়াই ২৮ ফোনে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। সেকেন্ডারি সেন্সর হিসেবে রয়েছে আর একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

The post ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের দাম ১৩ হাজার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments