নিত্যদিনের ব্যবহারে স্মার্টফোনে বেশ পরিমাণে নতুন তথ্য সংরক্ষিত হয়। নতুন ওয়েবসাইট ভিজিট, অ্যাপ ডাউনলোড ও ব্যবহার কিংবা মিউজিক স্ট্রিমিং উপভোগের সময় নতুন তথ্য সংরক্ষিত হয়। ডিভাইসের ভালো স্টোরেজ দেয়া থাকলেও নির্দিষ্ট সময় পর ক্যাশ ফাইল, কুকিজ পরিষ্কারের মাধ্যমে ভালো পারফরম্যান্স পাওয়া যায়। গিজচায়নার প্রতিবেদনে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কুকিজ পরিষ্কার না করলে সেটা শুধু স্টোরেজ কমাবে, তা নয়। দীর্ঘমেয়াদে তা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে। ক্যাশ ফাইল বড় জায়গা দখল করলেও কুকিজ অল্প জায়গাজুড়ে থাকে। তাই নিরাপত্তা নিশ্চিতের জন্য নিয়মিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুকিজ পরিষ্কার না করলে যেকোনো ওয়েবসাইটে থাকা তথ্য ব্যবহার করে সাইবার হামলার ঘটনা ঘটতে পারে। নিয়মিত কুকিজ পরিষ্কারের বেশকিছু কারণ রয়েছে।
টার্গেটেড অ্যাডভারটাইজমেন্ট: স্মার্টফোনে সংরক্ষিত থার্ড পার্টি কুকিজ বিভিন্ন ওয়েবসাইট ভিজিটের সময় তথ্য সংরক্ষণ করে থাকে। এর মাধ্যমে ব্যবহারকারীর পছন্দসম্পর্কিত একটি প্রোফাইল তৈরি হয়। এটি ব্যবহার করে কোম্পানিগুলো বিজ্ঞাপন দেখিয়ে থাকে।
শেয়ারড কম্পিউটারে নিরাপত্তা: একটি কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকলে ক্যাশ ও কুকিজ তথ্য ডিলিট করে দেয়া ভালো। এতে করে কেউ অন্যের ব্রাউজিং হিস্ট্রি বা লগ ইন ক্রেডেনশিয়াল ব্যবহার করতে পারবে না।
তথ্য চুরি: কোনো ওয়েবসাইটে যদি সাইবার হামলা হয়ে থাকে, তাহলে সেখানে যে কারো সংরক্ষিত তথ্যও চুরি হতে পারে। কুকিজের মাধ্যমেই অধিকাংশ তথ্য ফাঁস করে দেয়া সম্ভব।
উপরোক্ত বিষয় ছাড়াও আরো বিভিন্ন কারণে কুকিজ পরিষ্কার করা ভালো। এর মধ্যে ডিভাইসের পারফরম্যান্সের বিষয়টি অন্যতম।
ওয়েবসাইটে সমস্যা হওয়া: দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা পুরনো কুকিজ ডাটা ওয়েবসাইট লোডিংয়ে সমস্যা তৈরি করতে পারে। কুকিজ ফাইল ডিলিট করে দিলে ব্রাউজার ওয়েবসাইটের নতুন তথ্য সংরক্ষণ করবে।
ধীরগতির ব্রাউজিং: দীর্ঘদিনের ব্যবহারে সংরক্ষিত কুকিজ স্টোরেজ ও ব্রাউজারের ওপর চাপ তৈরি করে। এতে করে যেকোনো ওয়েবসাইট ভিজিটের সময় বেড়ে যায় ও লোড হতে বেশি সময় নেয়।
অনেক সময় কোনো ওয়েবসাইটে একাধিকবার চেষ্টার পরও প্রবেশ করা যায় না। সেক্ষেত্রে কুকিজ পরিষ্কার করলে সুফল পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে একই বিজ্ঞাপন দেখতে পেলে বুঝতে হবে থার্ড পার্টি কুকিজ ব্যবহারকারীকে অনুসরণ করছে। এজন্য কুকিজ পরিষ্কার করতে হবে। পাবলিক প্লেসে কোনো কম্পিউটার ব্যবহারের পর নিরাপত্তা নিশ্চিতে কুকিজ ও হিস্ট্রি মুছে ফেলাই ভালো।
কুকিজ ডিলিট বা মুছে ফেলার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেকোনো ওয়েব ব্রাউজারে পদ্ধতি কাছাকাছি। ক্রোম থেকে কুকিজ মোছার জন্য প্রোফাইল আইকনের পাশে থাকা থ্রিডট মেন্যুতে ক্লিক করতে হবে। সেখান থেকে ব্রাউজারের সেটিংসে প্রবেশ করে ব্যাসিক সেকশন থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশ করতে হবে। এরপর সেখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটায় প্রবেশ করলে হিস্ট্রি থেকে শুরু করে কুকিজ, ক্যাশ, ডাউনলোড করা ফাইল সব মুছে ফেলার আলাদা অপশন থাকবে।
অ্যান্ড্রয়েড থেকে অ্যাপ অনুযায়ী কুকিজ মুছে ফেলতে হবে। এজন্য সেটিংস থেকে অ্যাপ্লিকেশনে প্রবেশ করে যেকোনো অ্যাপ নির্বাচন করতে হবে। স্টোরেজ অ্যান্ড ক্যাশ সেকশনে প্রবেশ করে অ্যাপের ডাটা ইউজে গেলে ডিলিট স্টোরেজ পাওয়া যাবে। সেখান থেকে ক্লিয়ার কুকিজ ও ক্যাশ নির্বাচন করে ফাইল মুছে ফেলতে হবে।
The post ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কুকিজ পরিষ্কার কেন গুরুত্বপূর্ণ appeared first on Techzoom.TV.
0 Comments