ভিভো ওয়াই ২০০ মডেল এলো আপডেট ভার্সনে

আপডেট ভার্সনে বাজারে হাজির হলো ভিভো ওয়াই২০০ ৫জি মডেলের স্মার্টফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে রয়েছে।

ভিভো ওয়াই২০০ ৫জি ফোন প্রথম বাজারে এসেছিল গত বছর অক্টোবর মাসে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। বর্তমানে একটি নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ ফোনটি।

বর্তমানে এই ফোন পাওয়া যাচ্ছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে।

ভিভো ওয়াই২০০ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস, ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর। ভিভো ওয়াই সিরিজের এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর।

এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক ফান টাচ অপারেটিং সিস্টেমের সাহায্যে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ভিভো ওয়াই২০০ ৫জি ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।

The post ভিভো ওয়াই ২০০ মডেল এলো আপডেট ভার্সনে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments