বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকড হয়েছে। সোমবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো.শামীম হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে। হ্যাকার কর্তৃক বর্তমানে পেইজটিতে অনাকাঙিক্ষত কনটেন্ট প্রদর্শিত হচ্ছে। বিউবো কর্তৃপক্ষ ইতিমধ্যে ফেইসবুক পেইজটি পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে পত্র প্রদানসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে।
খুব শিগগিরই বিউবো’র ফেইসবুক পেইজটি পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সে পর্যন্ত বিউবো’র ফেইসবুক পেজের ফলোয়ারবৃন্দদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
The post বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফেসবুক পেইজ হ্যাকড appeared first on Techzoom.TV.
0 Comments