শাওমির প্রথম বাটনলেস স্মার্টফোন আসতে পারে ২০২৫ সালে

চীনভিত্তিক শাওমি তাদের প্রথম ‘বাটনলেস’ ডিজাইনের ফোন তৈরি করছে বলে জানিয়েছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। অর্থাৎ নতুন এ ফোনে ফিজিক্যাল কোনো বাটন থাকছে না। সাম্প্রতিক তথ্যানুযায়ী, ডিভাইসটি এখনো বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ২০২৫ সালের দিকে প্রকাশ করা হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

চান ভাই নামে এক টিপস্টারের মতে, স্মার্টপ্রিক্সের সহযোগিতায় শাওমি ‘জুক’ কোডনামের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে। এ ডিভাইসে বাটনলেস ডিজাইনের ফিচার রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, এর অর্থ হলো স্মার্টফোনটিতে পাওয়ার বা ভলিউম নিয়ন্ত্রণের জন্য প্রথাগত ফিজিক্যাল বাটন থাকবে না।

উল্লেখ্য, টিপস্টার এমন ব্যক্তি যিনি কোনো বিষয়ে অভ্যন্তরীণ তথ্য বা মূল্যবান টিপস প্রদান করেন, যা প্রায়ই আসন্ন কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত।

চান ভাই জানান, নতুন ডিজাইনের এ ফোনে ব্যবহারকারীকে স্ক্রিনে নির্দিষ্ট হাতের নড়াচড়া বা সোয়াইপের মাধ্যমে ফোন নেভিগেট করতে ও নিয়ন্ত্রণ করতে হতে পারে। ফোনে চাপ সংবেদনশীল জায়গা থাকতে পারে যা স্পর্শ বা চাপে সাড়া দেয় ও ফিজিক্যাল বাটন ছাড়াই নিয়ন্ত্রণের অনুমতি দেয়। এছাড়া ডিভাইসটি ভয়েস কন্ট্রোল ফিচার সমর্থন করতে পারে, যা ব্যবহারকারীদের কাজ সম্পাদন করতে ও ভয়েজ কমান্ডের মাধ্যমে সেটিংস সামঞ্জস্য করতে সহায়ক হবে।৷সেই সঙ্গে ফোনটির স্ক্রিনের নিচে এমবেড করা একটি সেলফি ক্যামেরা থাকতে পারে। এর অর্থ হলো, যখন ক্যামেরাটি ব্যবহার করা হবে না, তখন এটি লুকানো থাকবে। ফিচারটি একটি পরিষ্কার নিরবচ্ছিন্ন ডিসপ্লে তৈরি করবে বলে জানান তিনি।

শাওমি আনুষ্ঠানিকভাবে বাটনলেস স্মার্টফোনের বিষয়টি এখনো নিশ্চিত করেনি, তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা জোরালো অনুমানের ওপর ভিত্তি করে জুক স্মার্টফোনের তথ্যগুলো দিয়েছেন। তারা বলছেন, ডিভাইসটি আরো পরিমার্জন করা হচ্ছে, তাই চূড়ান্ত পণ্য বর্তমান প্রত্যাশা থেকে আলাদা হতে পারে।

The post শাওমির প্রথম বাটনলেস স্মার্টফোন আসতে পারে ২০২৫ সালে first appeared on Techzoom.TV.

Post a Comment

0 Comments