এই স্মার্ট ফ্যান বিদ্যুৎ বিল কমায় ৭০ শতাংশ পর্যন্ত

সাধারণ ফ্যানের তুলনায় স্মার্ট ফ্যান বিদ্যুৎ বিল কমায় ৭০ শতাংশ পর্যন্ত। এমনকি এই ফ্যানের আওয়াজও কম। এটি মূলত বিএলডিসি মোটরের ফ্যান। বিএলডিসি মূলত এক ধরনের অত্যাধুনিক মোটর। যার ঘূর্ণন গতি যেমন বেশি তেমনি শব্দও কম করে। এমনকি বিদ্যুৎও সাশ্রয় করে।

একেবার নিঃশব্দে চলে এই ফ্যান। একেবারে আওয়াজ হয় না। আবার ইলেকট্রিক বিল সাশ্রয়েও এই ফ্যানের জুড়ি নেই। তা হলে ভবিষ্যতে বাজারে কি শুধু এই ফ্য়ান-এরই দেখা মিলবে।

২০২৪ সালের গ্রীষ্মকাল অনেকেরই বহু বছর মনে থাকবে। প্রবল দাবদাহে জীবন ওষ্ঠাগত হয়েছিল সকলের। তার মধ্যে এসি-র বিল দিতে গিয়ে নাজেহাল অবস্থা।

তবে এবার বাজারে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বিএলডিসি ফ্যানের। বিএলডিসি ফ্যান এবং সাধারণ ফ্যানের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেগুলো জেনে রাখা দরকার।

বিএলডিস হল এক ধরনের বিশেষ মোটর। এই বিশেষ ফ্যান চলে ডিসি কারেন্টে। বিএলডিসি ফ্যানের ভিতরে একটি ইলেকট্রনিক সার্কিট আছে থাকে। সেটি এসি কারেন্টকে ডিসি-তে রূপান্তরিত করে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকদের অনেক দিকে লাভ হয়।

সাধারণ সিলিং ফ্যানে ৭০ থেকে ৯০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। সেখানে বিএলডিসি ফ্যানে বিদ্যুৎ খরচ হতে পারে ২৫ থেকে ৪০ ওয়াট।

ওয়াইফাই, অ্যালেক্সা, গুগল ভয়েস সাপোর্ট- এমন অত্যাধুনিক প্রযুক্তির সাপোর্ট পাবেন এই ফ্যানে। রিমোট কন্ট্রোল, স্পিড রেগুলেশন, স্মার্ট কানেক্টিভিটি আপনার কাজ কমিয়ে দেবে অনেকটাই।

আপাতত এই ফ্যানের দাম বাজারে সাধারণ ফ্য়ানের থেকে অনেকটাই বেশি। তবে ভবিষ্যতে এই ফ্যান বাজার দখল করবে বলে মনে করা হচ্ছে।

The post এই স্মার্ট ফ্যান বিদ্যুৎ বিল কমায় ৭০ শতাংশ পর্যন্ত appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments