স্মার্টফোনের জন্য সনির ২০০ এমপি ক্যামেরা সেন্সর

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করছে সনি। পদক্ষেপটি জাপানের এ টেক জায়ান্টকে স্যামসাংয়ের সরাসরি প্রতিযোগী হিসেবে দাঁড় করাবে বলে ধারণা প্রযুক্তিসংশ্লিষ্টদের। কারণ এরই মধ্যে ২০০ মেগাপিক্সেল সেন্সর নিয়ে বাজারে বেশ প্রতিষ্ঠিত দক্ষিণ কোরিয়ার স্যামসাং। সম্প্রতি চীনভিত্তিক এক টিপস্টার এ তথ্য জানিয়েছে।

চীনের সূত্র বলছে, আসন্ন সেন্সরটি অধিক আলো শোষণ করতে সক্ষম হবে। সেই সঙ্গে কম আলোয় উচ্চ মানের ছবি তোলা যাবে।

স্যামসাং উচ্চ রেজল্যুশনের সেন্সর প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগামী। এর ২০০ মেগাপিক্সেল সেন্সর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইসোসেল এইচপি৯ এরই মধ্যে প্রিমিয়াম ডিভাইসগুলোয় ব্যবহার হয়েছে।

সনির ২০০ মেগাপিক্সেল সেন্সর ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপে আরো বৈচিত্র্য আনবে বলে প্রত্যাশা স্মার্টফোন বিশেষজ্ঞদের। এটি স্যামসাংয়ের বাজারে আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে।

The post স্মার্টফোনের জন্য সনির ২০০ এমপি ক্যামেরা সেন্সর appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments