অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে

অ্যান্ড্রয়েড ১৬ চলতি বছরের জুনে উন্মুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে গুগল। তবে এর আগে মে মাসে অনুষ্ঠেয় গুগল আই/ও সম্মেলনে অ্যান্ড্রয়েডের সর্বশেষ এ সংস্করণ ঘোষণা করা হবে। খবর গিজচায়না।

অ্যান্ড্রয়েডের আগের সংস্করণগুলোর তুলনায় এবার প্রায় চার মাস আগে উন্মুক্ত করা হচ্ছে অপারেটিং সিস্টেমটি। দ্রুত উন্মুক্ত করা হলে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সর্বশেষ অপারেটিং সিস্টেম যুক্ত ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে। পাশাপাশি অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা দ্রুত আপডেট পাবেন।

অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত জানিয়েছেন, নির্ধারিত সময়ে অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্তের প্রক্রিয়ায় রয়েছে গুগল। যদিও ডেভেলপারদের দল এখনো কিছু বাগ ঠিক করছে, তবে সামাত পুরো প্রক্রিয়া নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালো চলছে। প্রতিটি রিলিজের সময় এ পর্যায়ে কিছু বাগ থাকেই। তবে দলটি কঠোর পরিশ্রম করছে। আমরা সেগুলো ঠিক করে চূড়ান্ত সংস্করণ প্রকাশের বিষয়ে বেশ উচ্ছ্বসিত।’

অন্যবারের তুলনায় এবার অ্যান্ড্রয়েড ১৬ দ্রুত উন্মুক্ত করার বিষয়ে গুগল আগেই ইঙ্গিত দিয়েছিল। দ্রুত উন্মুক্তের পেছনে প্রধান কারণ হচ্ছে গুগলের ট্রাংক স্টেবল ডেভেলপমেন্ট মডেল। নতুন এ পদ্ধতি অ্যান্ড্রয়েডের উন্নয়ন প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করবে। এতে আলাদাভাবে একাধিক ব্রাঞ্চ পরিচালনার পরিবর্তে সব ডেভেলপাররা একটি প্রধান কোড ব্রাঞ্চে একসঙ্গে কাজ করতে সক্ষম।

সামাত বলেন, ‘ট্রাংক স্টেবল ডেভেলপমেন্ট মানে হলো সব অ্যান্ড্রয়েড ডেভেলপাররা আলাদা ব্রাঞ্চের পরিবর্তে একটি প্রধান কোড ব্রাঞ্চে একসঙ্গে কাজ করবে। এটি সিস্টেমকে আরো দ্রুত ও নিয়মিতভাবে তৈরি করতে সাহায্য করে। আগের পদ্ধতিতে ডেভেলপাররা ভিন্ন ব্রাঞ্চে কাজ করে পরে সেগুলো একত্র করতেন, যা সমস্যাগুলো ঠিক করতে বেশি সময় নিত। এ নতুন পদ্ধতি উন্নয়নকে আরো দ্রুত ও সহজ করে তুলেছে।’

আগামী জুনে অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্তের পর চলতি বছরের দ্বিতীয়ার্ধে সংস্করণটির ছোট পরিসরে একটি হালনাগাদ প্রকাশ করার পরিকল্পনা করছে গুগল। বিস্তারিত তথ্য গুগল আই/ও সম্মেলনে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

The post অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments