শক্তিশালী এম৩ চিপযুক্ত নতুন আইপ্যাড এয়ার উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারসহ এম৩ সিলিকন চিপযুক্ত নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানিটি সাম্প্রতিক ডিভাইসগুলোয় আরো উন্নত ও শক্তিশালী চিপ ব্যবহার করছে। এসব চিপ এআইভিত্তিক কার্যক্রম যেমন চ্যাটজিপিটি দিয়ে প্রশ্নের উত্তর দেয়া, ই-মেইল ও মেসেজ লেখা এবং ছবি সম্পাদনের কাজ সহজ ও দ্রুত করে।

কোম্পানিটি নতুন ডিভাইসের প্রতি গ্রাহক আকৃষ্ট করতে এবং বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে এ পদক্ষেপ নিয়েছে। ১২ মার্চ থেকে এম৩ সিরিজটি দুটি সাইজে বাজারে পাওয়া যাবে। ১১ ইঞ্চি মডেলের দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকে, আর ১৩ ইঞ্চির দাম ৭৯৯ ডলার।

The post শক্তিশালী এম৩ চিপযুক্ত নতুন আইপ্যাড এয়ার উন্মোচন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments