আসছে আইফোন ১৭ সিরিজ: বড় চমক নিয়ে প্রস্তুত অ্যাপল

টেক দুনিয়ার অন্যতম আকাঙ্ক্ষিত স্মার্টফোন আইফোন ১৭ সিরিজ আসছে আগামী সেপ্টেম্বরেই। মার্ক গুরম্যান-এর মতে, ১১-১৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন এই সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারে অ্যাপল। এবারের সিরিজে থাকছে একাধিক চমক—এর মধ্যে সবচেয়ে আলোচিত মডেল হলো iPhone 17 Air।

কী থাকছে নতুন সিরিজে?
আইফোন ১৭ এয়ার — একেবারে নতুন ডিজাইন ও পাতলা ফর্ম ফ্যাক্টর

আরও উন্নত OLED ডিসপ্লে

A19 চিপসেট – আগের তুলনায় দ্রুত ও বেশি পাওয়ার ইফিশিয়েন্ট

উন্নত ব্যাটারি পারফরম্যান্স

ক্যামেরা ও এআই ফিচারে বড় আপডেট

পাতলা বেজেল, লাইটার ও স্টাইলিশ বডি ডিজাইন

দাম কত?
iPhone 17 (Base): আনুমানিক $1000 USD (~১,৩০,০০০ টাকা)

iPhone 17 Pro Max: দাম পৌঁছাতে পারে প্রায় $2000 USD (~২,৬০,০০০ টাকা)

অ্যাপলের নতুন প্রজন্মের এই ডিভাইস সিরিজ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় উত্তেজনার পারদ ইতোমধ্যেই চড়েছে।

The post আসছে আইফোন ১৭ সিরিজ: বড় চমক নিয়ে প্রস্তুত অ্যাপল appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments